আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার সাতসকালে গলফ গ্রিনে তুমুল চাঞ্চল্য। আবর্জনার স্তূপে মিলল কাটা মুন্ডু। স্থানীয়দের বিষয়টি নজরে আসতেই খবর দেওয়া হয় থানায়। ঘটনাস্থলে এসে মুন্ডুটি উদ্ধার করে পুলিশ। দেহটি কার? বাকি দেহাংশ কোথায় ফেলা হয়েছে? কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত? সবকিছু জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
একটি বহুতলের পিছনে আবর্জনার স্তূপে কাটা মুন্ডটি দেখতে পান স্থানীয়রা। এরপরই ঘটনাস্থলে আসেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। মুন্ডু উদ্ধারের পাশাপাশি আশপাশের এলাকা খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয়দের দাবি, মুন্ডুটি কোনও মহিলার। পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে তুমুল চাঞ্চল্য তৈরি হয়েছে। সম্ভবত প্রমাণ লোপাটে দেহাংশ ছড়িয়ে দেওয়া হয়েছে বিভিন্ন এলাকার আবর্জনার স্তূপে। সেই কারণেই, সংলগ্ন এলাকার ভ্যাটে তল্লাশি চালাচ্ছে পুলিশ। দেহ বস্তায় ভরে জলে ফেলে দেওয়ার আশঙ্কাও রয়েছে। আবর্জনার স্তূপ, জলাধার থেকে শুরু করে বহু জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাদা প্যাকেটে মোড়া ছিল ওই কাটা মাথা। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। জনবহুল একটি জায়গা হওয়া সত্ত্বেও কে বা কারা ওই কাটা মাথা ফেলে গেল, তা বুঝে উঠতে পারছে না পুলিশ।
প্রসঙ্গত, গত এপ্রিল মাসে খিদিরপুরে এক মহিলার টুকরো টুকরো দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল। শুধু মাথা নয়, হাত–পা সবই আলাদা আলাদা প্লাস্টিকে মুড়ে ফেলা হয়েছিল সেখানে।