• কুয়াশার বলি বাইক চালক, কেষ্টপুরে ড্রেনে পড়ে মৃত যুবক
    আজকাল | ১৭ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ঘন কুয়াশার বলি বাইক চালক। শুক্রবার ভোর রাত থেকেই শহর কলকাতা কুয়াশার চাদরে ঢাকা ছিল। আর তার জেরেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। কুয়াশার জেরে দৃশ্যমানতা কমে যাওয়ায় সামনের কিছু দেখতে না পেয়ে কেষ্টপুরে ড্রেনে পড়ে বাইক চালকের মৃত্যু হল। ঘটনাটি ঘটেছে বিধাননগর পুরনিগমের ২৩ নম্বর ওয়ার্ডের কেষ্টপুর জোড়া খানা এলাকায়।

    ঘন কুয়াশার জেরে রাস্তা দেখতে না পেয়ে ড্রেনের মধ্যে পড়ে গিয়ে মারা যান বাইক চালক সঞ্জয় সরকার। জগৎপুর এলাকার বাসিন্দা ছিলেন তিনি। শুক্রবার ভোর রাতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন সঞ্জয়। তখন চারিদিকে ছিল ঘন কুয়াশা। এদিকে ওই এলাকায় চলছিল জলের লাইনের কাজ। রাস্তার সামনের কিছু দেখতে না পেয়ে ড্রেনের মধ্যে বাইক নিয়ে ছিটকে পড়ে যান সঞ্জয়। বেশ কিছুক্ষণ সেখানে পড়েছিলেন তিনি। বিষয়টি নজরে আসতেই যুবককে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে যুবককে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে বাগুইআটি থানার পুলিশ। 

     
  • Link to this news (আজকাল)