• তৃণমূল বিধায়কের সই জাল করে কুকীর্তি, নিউটাউন থেকে গ্রেপ্তার এক...
    আজকাল | ১৭ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জির সই ও স্ট্যাম্প জাল করে একাধিক বেআইনি নির্মাণের প্ল্যান পাশ করিয়ে দেওয়ার অভিযোগ। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে সুভাষ সেনগুপ্ত নামে এক ব্যক্তিকে। শুক্রবার তাঁকে বারাসাত আদালতে তোলা হবে। ইকোপার্ক থানার পুলিশ অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে। পুলিশ সূত্রে খবর, তাপস যখন রাজারহাট গোপালপুর মিউনিসিপালটির চেয়ারম্যান ছিলেন সেই সময় এই কুকীর্তি করেন সুভাষ ।

    বিধাননগর জুড়ে বেআইনি নকশায় বহুতল গড়ে ওঠার অভিযোগ বহুদিন ধরেই। কিছু ক্ষেত্রে ব্যবস্থা নিয়েছিল বিধাননগর পৌর নিগম। একাধিক বেআইনি নির্মাণকে নোটিশ দেওয়া হয়েছিল পুর নিগমের পক্ষ থেকে। ভাঙাও পড়েছিল বেশ কিছু বহুতল। চলতি বছরের ১২ জুলাই ইকোপার্ক থানায় একটি অভিযোগ জমা পড়ে। অভিযোগে জানানো হয়, রাজারহাট নিউটাউনের বর্তমান বিধায়ক তথা রাজারহাট গোপালপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তাপসের সই জাল করে বেআইনি প্ল্যান তৈরি করা হচ্ছে। ইকোপার্ক থানায় সুভাষের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। পুলিশ সূত্রে খবর, সকলের কাছে নিজেকে বিধায়কের ঘনিষ্ঠ বলেও পরিচয় দিতেন সুভাষ। তাঁর বিরুদ্ধে অভিযোগ, প্রাক্তন সেনাকর্মী পিন্টু নাথের থেকে ২ লক্ষ ৬০ হাজার টাকা নিয়ে বিধায়কের সই জাল করে বেআইনি প্ল্যান তৈরি করে দিয়েছিলেন সুভাষ। 

    বৃহস্পতিবার রাতে নিউটাউনের হাতিয়ারা হেলাবটতলা এলাকায় সুভাষকে তাঁর বাড়ি থেকেই গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার ধৃত সুভাষকে বারাসাত আদালতে তোলা হবে। এই সই জালিয়াতিকাণ্ডে আর কে বা কারা জড়িত রয়েছেন তার তদন্ত করতে ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।
  • Link to this news (আজকাল)