• ঘরের মধ্যে উপুড় হয়ে পড়ে গৃহবধূর দেহ, অস্বাভাবিক মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য...
    আজকাল | ১৭ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: এক মহিলার রহস্যজনক মৃতদেহ উদ্ধার। ঘটনাটি কেষ্টপুরের। খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

    শুক্রবার এআই ব্লকে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাগুইআটি থানার পুলিশ। মৃতের নাম অভিষিক্তা দে সাহা। জানা গিয়েছে, ঘরের ভেতরে খাটের ওপর গলায় ওড়নার ফাঁস লাগিয়ে উপুড় হওয়া মৃতদেহ উদ্ধার করেছে বাগুইআটি থানার পুলিশ।

    জানা গিয়েছে, পেশায় ওই মহিলা বিউটি পার্লার কর্মী। স্বামী বুদ্ধদেব সাহা বেসরকারি সংস্থার কর্মী। বাড়ি ফিরে বাইরে থেকে তালা খুলে ঘরে প্রবেশ করেন তিনি। দেখেন খাটের ওপর স্ত্রীর মৃতদেহ পড়ে রয়েছে। খবর দেওয়া হয় বাগুইআটি থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য পাঠানো হবে আরজি কর হাসপাতালে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরেই বোঝা যাবে মৃত্যুর সঠিক কারণ। ঘটনার তদন্তে নেমে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ নমুনা সংগ্রহ করেছে পুলিশ। ওই মহিলার স্বামীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বাগুইআটি থানার পুলিশ। ঘটনাস্থলে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ। ঘটনার তদন্তে উপস্থিত হয়েছিলেন বিধাননগর পুলিশ কমিশনারেট এয়ারপোর্ট ডিভিশনের ডিসি ঐশ্বরিয়া সাগরও।
  • Link to this news (আজকাল)