• তন্ময়ের উপর থেকে সাসপেনশন তুলে নিল সিপিএম
    আজকাল | ১৭ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য'র সাসপেনশন তুলে নিল দল। শনিবার তন্ময়কে ডেকে একথা জানান সিপিএমের উত্তর ২৪ পরগণা জেলা সম্পাদক মৃনাল চক্রবর্তী। উল্লেখ্য, এক মহিলা সাংবাদিকের সঙ্গে অশোভন আচরণের অভিযোগে সিপিএম গত ২৭ অক্টোবর তন্ময়কে সাসপেন্ড করেছিল। 

    সাসপেনশন তুলে নেওয়ার পর এদিন তন্ময় বলেন, 'আমি নিজের কাছে পরিষ্কার ছিলাম। কারণ আমি কিছু করিনি। ফলে আজ না হোক কাল দল যে আমাকে ক্লিনচিট দেবে সেই বিশ্বাস আমার প্রথম থেকেই ছিল।' জানা গিয়েছে, এদিন উত্তর ২৪ পরগণা জেলার সিপিএমের যে দলীয় হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে বিষয়টি জানিয়ে দেওয়া ছাড়াও জেলা সম্পাদক তন্ময়কে নিজে ফোন করে দলীয় সিদ্ধান্তের কথা জানিয়েছেন। 

    গত অক্টোবরে এক মহিলা সাংবাদিক তন্ময়ের বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ আনেন। সিপিএমের পক্ষ থেকে অনতিবিলম্বে তন্ময়কে সাসপেন্ড করা হয়। পাশাপাশি ওই সাংবাদিক স্থানীয় বরানগর থানায় তন্ময়ের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেন। সিপিএমের পক্ষ থেকে যেমন তদন্ত কমিটি গড়ে এই ঘটনার তদন্ত শুরু করা হয় পাশাপাশি পুলিশের পক্ষ থেকেও তদন্ত শুরু হয়। ফলে তন্ময়কে যেমন পুলিশের কাছেও হাজিরা দিতে হয়েছে তেমনি দলীয় তদন্ত কমিটির সামনেও উপস্থিত হতে হয়েছে।
  • Link to this news (আজকাল)