সংখ্যালঘু ও সংখ্যাগুরু প্রসঙ্গে ফিরহাদের মন্তব্য তাঁর নিজের, দলের নয়, জানাল তৃণমূল ...
আজকাল | ১৭ ডিসেম্বর ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: 'বিতর্কিত মন্তব্য'র জন্য দলে সমালোচনার মুখে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। সোমবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাঁর বক্তব্যের বিরোধিতা করে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় ফিরহাদের এই মন্তব্য সমর্থন করে না দল। দলীয় এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) তৃণমূলের পক্ষ থেকে এবিষয়ে নিজেদের অবস্থান জানানো হয়েছে স্পষ্ট করে।
উল্লেখ্য, গত শুক্রবার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ফিরহাদ বলেন, সংখ্যালঘুরাই একদিন সংখ্যাগুরু হবে। যা ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে প্রবল সমালোচনার মুখে পড়েন তিনি। বিরোধী দলগুলি ছাড়াও দলেই তাঁর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সমালোচনা করেন দুই তৃণমূল বিধায়ক। মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ূন কবীর এবং পশ্চিম মেদিনীপুরের বিধায়ক প্রাক্তন পুলিশ আধিকারিক হুমায়ুন কবীর ফিরহাদের এই সংখ্যাগুরু ও সংখ্যালঘু তত্ত্বের বিরোধীতা করে মুখ খোলেন। যদিও রবিবার ফিরহাদ জানান, 'আমি একজন অসাম্প্রদায়িক মানুষ। মনেপ্রাণে ভারতীয় ও দেশপ্রেমিক। কেউ আমার ধর্মনিরপেক্ষতা এবং দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলতে পারবেন না।'
কিন্তু জানা গিয়েছে, দলের শীর্ষ মহল ফিরহাদের এই সংখ্যালঘু ও সংখ্যাগুরু মন্তব্য মোটেই ভালো চোখে দেখেননি। এটা যে ফিরহাদের একান্তই নিজের বক্তব্য এবং দলের সঙ্গে কোনও সম্পর্ক নেই তা বোঝাতে সোমবার দলের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। সেখানে পরিষ্কার করে তারা জানিয়ে দেয়, এই মন্তব্যের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও সম্পর্ক নেই। তারা এই বক্তব্যকে প্রবলভাবে নিন্দা করছে। সেইসঙ্গে তৃণমূল জানিয়েছে, তাদের আদর্শ হল শান্তি, একতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি। যে কোনও বক্তব্য যা পশ্চিমবঙ্গের সামাজিক বাঁধনে আঘাত হানে তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।