রবিবার রেকর্ড ভিড় আলিপুর চিড়িয়াখানায়, কত লোক হলো জানেন?
আজকাল | ১৭ ডিসেম্বর ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: রেকর্ড ভিড় চিড়িয়াখানায়। কলকাতার আলিপুর চিড়িয়াখানায় এবছরের সবচেয়ে বেশি ভিড় হল রবিবার ১৫ ডিসেম্বর। দর্শকের ভিড়ে লম্বা লাইন পড়ে যায় চিড়িয়াখানার প্রবেশপথে।
রাজ্য চিড়িয়াখানা কর্তৃপক্ষের সদস্য সচিব সৌরভ চৌধুরী জানিয়েছেন, রবিবার আলিপুর চিড়িয়াখানায় এসেছিলেন প্রায় ৬৬,০০০ দর্শক। যা চলতি বছরের সবচেয়ে বেশি সংখ্যক দর্শক বলে তিনি জানান।
সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন এসেছে আলিপুর চিড়িয়াখানায়। একদিকে যেমন এখানে আনা হচ্ছে বিদেশের বিভিন্ন বন্যপ্রাণী, তেমনি এখানে তৈরি করা হচ্ছে বিভিন্ন প্রাণীর ব্রিডিং সেন্টার। আগে চিড়িয়াখানায় টিকিট বিক্রি হত সেখানকার গেটে। কিন্তু এই মুহূর্তে গোটা বিষয়টি কম্পিউটারাইজড। বিভিন্ন অ্যাপের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারেন দর্শকরা। সেইসঙ্গে ভেতরে পশু-পাখিদের খাঁচাতেও আনা হয়েছে নানারকম পরিবর্তন।
মূলত শীতকালেই থাকে চিড়িয়াখানার মূল আকর্ষণ। নরম রোদ গায়ে মেখে আট থেকে আশি, সকলেই আসেন এই চিড়িয়াখানায় কাছ থেকে পশু বা পাখি প্রত্যক্ষ করতে। বছরের যে দিনগুলোতে সাধারণত বেশি ভিড় হয় সেগুলি হল ২৫ ডিসেম্বর ও ১ জানুয়ারি। কিন্তু রবিবারের এই দর্শক সংখ্যা বুঝিয়ে দিচ্ছে ভিড় যে কোনোদিন হতে পারে। তা সে ২৫ ডিসেম্বর হোক বা ১৫ ডিসেম্বর হোক।