• ‘বছরের বেস্ট’ অনুষ্ঠানে কৃতীদের সম্মাননা। সিবিআই মামলায় অস্বস্তি ‘কালীঘাটের কাকু’র। নজরে আর কী
    আনন্দবাজার | ১৭ ডিসেম্বর ২০২৪
  • ‘এক দেশ এক ভোট’ নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। সরকার চাইছে সংসদের এই অধিবেশনেই এ সংক্রান্ত বিলটি আনতে। বিরোধীদের আপত্তির মধ্যে এই বিল সংসদে উত্থাপিত হলে বিরোধীরা কী ভাবে তার মোকাবিলা করবে তা নিয়ে জল্পনা চলছে। চলছে তোপ পাল্টা তোপ। দেশের অভ্যন্তরে যখন অস্বস্তিতে সরকার। তখন কিছুটা স্বস্তি বাইরে— চিনকে নিয়ে। নিরাপত্তা উপদেষ্টা সে দেশে যাচ্ছেন সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্যে। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি রয়েছে হাই কোর্টে। সেখানে তিনি স্বস্তি পাবেন কি না, সেদিকে নজর থাকবে আমাদের।

    ‘এক দেশ, এক ভোট’ সংক্রান্ত বিলে গত সপ্তাহেই অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সংসদের এ বারের শীতকালীন অধিবশনেই বিল পেশ করতে চাইছে কেন্দ্র। প্রথমে গতকাল এই বিল পেশের কথা ছিল লোকসভায়। কিন্তু পরে তা সরিয়ে নেওয়া হয়। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, আজ বিলগুলি লোকসভায় পেশ করা হতে পারে। ‘এক দেশ, এক ভোট’ সংক্রান্ত বিষয়ে দু’টি বিল রয়েছে— সংবিধান (১২৯তম সংশোধনী) বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল (সংশোধনী) বিল। এই বিল আইনে কার্যকর হলে সারা দেশে একসঙ্গে লোকসভা, বিধানসভা নির্বাচনের আয়োজন করবে জাতীয় নির্বাচন কমিশন। কেন্দ্রের যুক্তি, এই ব্যবস্থা চালু হলে ভোট প্রক্রিয়ার জন্য যে বড় অঙ্কের খরচ হয়, তা কমে যাবে। যদিও বিরোধী দলগুলি এই বিলের বিরোধিতা করছে শুরু থেকেই। তাদের বক্তব্য, এই বিল আসলে দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো এবং সংসদীয় গণতন্ত্রের পরিপন্থী।

    আজ চিন সফরে যাওয়ার কথা রয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের। সূত্রের খবর, চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে বৈঠক করতে পারেন তিনি। লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর দু’দেশের অচলাবস্থা কেটেছে। তার পর থেকে ভারত-চিন কূটনৈতিক সম্পর্কে নতুন সমীকরণের ইঙ্গিত মিলেছে। দু’দেশের কূটনৈতিক সম্পর্ক যে উন্নত হয়েছে, সে কথা সংসদের শীতকালীন অধিবেশন জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও। সীমান্তে স্থিতাবস্থা বজায় রাখতে চিনের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ভারত যে বদ্ধপরিকর, সে কথাও জানিয়েছেন তিনি। এই আবহে ডোভালের চিন সফর দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে যথেষ্ট তাৎপর্যপূর্ণ হতে চলেছে।

    আজ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ শিক্ষা দফতরের পাঁচ আধিকারিকের জামিনের মামলার শুনানি রয়েছে কলকাতা হাই কোর্টে। উচ্চ আদালতের তৃতীয় বেঞ্চে ওই মামলার শুনানি চলছে। এর আগে সেখানে দু’বার মামলাটির শুনানি হয়। আজ তৃতীয় বেঞ্চে সিবিআইয়ের আইনজীবীর সওয়াল করার কথা। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ-সহ ওই পাঁচ আধিকারিক জামিন চেয়ে হাই কোর্টে মামলা করেন। ওই মামলায় রায় ঘোষণা করে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ। রায়ে দুই বিচারপতির মধ্যে মতানৈক্য তৈরি হয়। মামলাটি যায় তৃতীয় বেঞ্চে। আজ সেখানেই শুনানি রয়েছে।

    সংখ্যালঘু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির পর নতুন করে অশান্ত হয়েছে বাংলাদেশের পরিস্থিতি। সে দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে বার বার উদ্বেগ প্রকাশ করেছে ভারত। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে কৌতূহল রয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সম্প্রতি দেশে নির্বাচনের সম্ভাব্য সময় জানিয়েছেন। তিনি জানিয়েছেন, ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচন হতে পারে বাংলাদেশে। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

    বেঙ্গালুরুর ইঞ্জিনিয়ার অতুল সুভাষের মৃত্যুর মামলায় রবিবার তাঁর স্ত্রী নিকিতা সিংহানিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে নিকিতার মা নিশা সিংহানিয়া এবং ভাই অনুরাগ সিংহানিয়াকেও। বিবাহবিচ্ছেদের মামলায় অতুলকে হেনস্থা করার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। সুইসাইড নোটে তাঁদের নামে একাধিক অভিযোগ জানিয়ে গিয়েছেন অতুল। দেড় ঘণ্টার ভিডিয়ো বার্তাতেও তাঁদের নাম উঠেছে। নিকিতাদের গ্রেফতারির পর এই মামলার জট খুলবে কি না, সে দিকে নজর থাকবে।

  • Link to this news (আনন্দবাজার)