• ব্যবসা সংক্রান্ত আলাপচারিতার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘আরএমবি কানেক্ট ২০২৪’
    আনন্দবাজার | ১৭ ডিসেম্বর ২০২৪
  • ‘রোটারি মিনস ফেলোশিপ’-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল ‘আরএমবি কানেক্ট ২০২৪’। যা এ বছর সপ্তম বর্ষে পদার্পণ করল। কলকাতার ব্যবসাকে অন্য মাত্রায় পৌঁছে দিতে প্রতিবছরেই এই অভিনব উদ্যোগ নেয় ‘রোটারি মিনস ফেলোশিপ’। এই সম্মেলনের মূল লক্ষ্যই হল কলকাতার ব্যবসাকে জাতীয় স্তরে পৌঁছে দেওয়া।

    পাশাপাশি ব্যবসা সংক্রান্ত আরও নতুন উপায় এবং সহযোগিতার বাড়াতে সারা দেশ থেকে উদ্যোক্তা, ব্যবসায়ী এবং রোটারিয়ানদের একত্রিত করেছিল এই সম্মেলন। এ বছর ‘ইনোভেশন দ্য ফিউচার থ্রু কোলাবোরেশন’- এই ভাবনার উপরেই বিশেষ জোর দেওয়া হয়েছে। ‘আরএমবি কানেক্ট ২০২৪’-এর এই সম্মেলনে বদোদরা, পুণে, হায়দরাবাদ, বেঙ্গালুরু সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৫০-এরও বেশি জাতীয় স্টেকহোল্ডাররা যোগ দিয়েছেন।

    প্যানেল ডিসকাশনের পাশাপাশি ছিল বিনোদনের ব্যবস্থাও। সম্মেলনের পরিবেশকে অন্য মেজাজে নিয়ে যেতে আয়োজিত করা হয়েছিল স্ট্যান্ড আপ কমেডি শো। যেখানে অংশ নিয়েছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা আশীষ বিদ্যার্থী।

    ‘আরএমবি কানেক্ট ২০২৪’-এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমবিএফ ইন্টারন্যাশনালের চেয়ার রাজমোহন, আরএমবিএফ ইন্টারন্যাশনালের ভাইস চেয়ার অরবিন্দ বাত্রা, ইমিডিয়েট পাস্ট চেয়ার সচিন গুরুরাজ এবং ডিরেক্টর (এশিয়া) মহেশ সপ্তর্ষি সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।

  • Link to this news (আনন্দবাজার)