তদন্তকারীরা জানান, ওই তরুণী পিকনিক গার্ডেনের একটি অফিসে চাকরি করেন। গত মাসের এক রবিবার রাত ১১টা নাগাদ অফিস থেকে সল্টলেকের সংযুক্ত এলাকা সুকান্তনগরের বাড়িতে ফিরতে তিনি একটি অ্যাপ-বাইক বুক করেন। সুকান্তনগরে পৌঁছে তিনি বাইক থেকে নেমে ভাড়া বাবদ ৭২ টাকা হেলমেটের নীচে রেখে নিজের ফ্ল্যাটে ঢুকে যান। অভিযোগ, মিনিট পনেরো পরে ওই বাইকচালক টাকা চাইতে ওই তরুণীর ফ্ল্যাটে হাজির হন। সেই সময়ে তরুণী পোশাক বদলাচ্ছিলেন। অভিযোগ, অ্যাপ-বাইকের চালককে সে কারণে তিনি একটু অপেক্ষা করতে বললেও চালক রাজি হননি। উল্টে ওই তরুণীকে অশালীন ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ।
পুলিশ জানায়, চেঁচামেচি শুনে প্রতিবেশীরা বেরিয়ে এলে অ্যাপ-বাইকের চালক পালিয়ে যান। এর পরে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী। মোবাইলের টাওয়ার লোকেশন ধরে এর পরে পুলিশ নরেন্দ্রপুর থেকে গ্রেফতার করেছে অভিযুক্ত বাইকচালককে।