• এসএফআই–তৃণমূল গন্ডগোল আন্দুল কলেজে
    এই সময় | ১৭ ডিসেম্বর ২০২৪
  • এই সময়, হাওড়া: ছাত্র সংসদ নির্বাচন–সহ একাধিক দাবিতে ‘আন্দুল কলেজ চলো’ অভিযান করল এসএফআই–এর হাওড়া জেলা কমিটি। এই কর্মসূচি ঘিরে সোমবার আন্দুলের প্রভু জগদ্বন্ধু কলেজের গেটে উত্তেজনা তৈরি হয়।

    অভিযোগ, কলেজে এসএফআই ঢুকতে গেলে বাধা দেয় তৃণমূল। এই নিয়ে দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। পুলিশও তৃণমূলের পক্ষে এসএফআই কর্মীদের কলেজে ঢুকতে বাধা দেয় বলে অভিযোগ।

    ২০১০ সালের ১৬ ডিসেম্বর জগদ্বন্ধু কলেজে মনোনয়ন নিয়ে এসএফআই ও তৃণমূল ছাত্র পরিষদ সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে মৃত্যু হয় কলেজের বিকম প্রথম বর্ষের ছাত্র এসএফআই সদস্য স্বপন কোলের। এ দিন তাঁর মৃত্যুর তদন্ত চেয়ে এসএফআই কর্মীরা স্মারকলিপি দিতে এসেছিলেন।

    এসএফআই নেত্রী দীপ্সিতা ধর বলেন, ‘এই কলেজেই পড়তেন এসএফআই কর্মী স্বপন কোলে। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কলেজে স্মারকলিপি জমা দিতে এসেছিলাম। কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা এবং পুলিশ আমাদের কলেজে ঢুকতে বাধা দেয়। আমরা চাই কলেজে নির্বাচন হোক।’

    এ দিকে, তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে অভিযোগ করা হয় এসএফআই কর্মীরা তাঁদের মারধর করে গেটের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি–সহ ফেস্টুন এবং পোস্টার ছিঁড়ে দিয়েছে। প্রিন্সিপাল সুব্রত রায় বলেন, ‘স্মারকলিপির খবর আমাকে আগে দেওয়া হয়নি। সোমবার কলেজে পরীক্ষা থাকায় কাউকে ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হয়নি।’

  • Link to this news (এই সময়)