• তারাপীঠে পুজো দেওয়ার নিয়মে বিরাট বদল, প্রবেশেও কড়াকড়ি, যাওয়ার আগে জেনে নিন ...
    আজকাল | ১৭ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ভক্তদের জন্য তারাপীঠ মন্দিরের নিয়মকানুনে বড়সড় পরিবর্তন আনা হল। এবার থেকে আর মন্দিরে ঢুকে মায়ের চরণ স্পর্শ বা মূর্তিকে জড়িয়ে ধরা যাবে না। সেইসঙ্গে গর্ভগৃহে ঢোকা যাবে না আলতা এবং গোলাপজল নিয়ে। মঙ্গলবার ১৭ ডিসেম্বর থেকেই এই নিয়ম চালু হয়েছে মন্দিরে। 

    সম্প্রতি তারাপীঠ মন্দির কমিটির সভাপতি, সহ-সভাপতি ও সেবায়েতদের সঙ্গে এক বৈঠক করেন বীরভূমের জেলাশাসক। প্রশাসনিক ওই বৈঠকে এই সিদ্ধান্ত ছাড়াও নেওয়া হয়েছে আরও বেশ কয়েকটি সিদ্ধান্ত। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, মন্দিরে মোবাইল ফোন নিয়ে প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ। প্রবেশপথে কর্তব্যরত নিরাপত্তা রক্ষীদের কাছে জমা দিয়ে ঢুকতে হবে ফোন। 

    সেইসঙ্গে মন্দির খুলতে ও বন্ধ করতে হবে নির্দিষ্ট সময়ে। ঘড়ির কাঁটা মিলিয়ে মা তারার ভোগ নিবেদন করতে হবে। পুজো দিতে আসা ভক্তদের জন্য থাকবে দুটি লাইন। একটি সাধারণ ও আরেকটি বিশেষ। সাধারণ লাইন আগে চালু হবে। তার একঘন্টা পর চালু হবে বিশেষ লাইন। নতুন এই সিদ্ধান্ত নিয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভক্তদের সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতেই এই নিয়ম চালু করা হয়েছে।
  • Link to this news (আজকাল)