• ৩০ টাকায় সমতল থেকে পাহাড়ে! শীতের মরশুমে এই গ্রামে গেলে চোখ ঘুরে যাবে...
    আজকাল | ১৭ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: শীত মানেই পিকনিকের হাতছানি। আলসে রোদ পিঠে দিয়ে, খাওয়া আর গল্পে মেতে ওঠা। সমতল থেকে পাহাড়, বড়দিন বা নতুন বছরের শুরুর দিনে পিকনিকের জন্য ভিড় হয় বিশেষ বিশেষ জায়গায়। প্রতি বছরই শীতে চড়ুইভাতি বা পিকনিকের জন্য খুঁজে বের করা হয় নতুন জায়গা। হিমালয়ের কোলে উত্তরবঙ্গে পিকনিকের জন্য কোলাহলমুক্ত এই জায়গাটি পিকনিকের জন্য একবার ঘুরে এলে মন্দ হয় না। 

    শিলিগুড়ি থেকে মাত্র ২১ কিলোমিটার দূরে পিকনিক বা ঘুরতে যাওয়ার জন্য এমএম তরাই নামে এই গ্রামটি যথেষ্টই আকর্ষণীয়। গ্রামের পাশ দিয়ে বয়ে যাচ্ছে বালাসন নদী। এখান থেকে দেখা যাবে মিরিক ও কার্শিয়াং-এর পাহাড়ের দৃশ্য। ইচ্ছে করলে নদীর জলে পা ডুবিয়ে উপভোগ করা যায় সেই মুহূর্তগুলি। ফলে নদী ও পাহাড়, দুইয়ের সৌন্দর্যই পাওনা হবে পর্যটকদের। সমতল থেকে যারা পাহাড়ে বেড়াতে যাবেন তাঁরাও ইচ্ছে করলেই শুধু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এই গ্রামে যেতে পারেন। 

    কীভাবে যাবেন? শিলিগুড়ি থেকে যাত্রীবাহী বাসে জনপ্রতি ৩০ টাকা ভাড়ায় বাগডোগরা পানিঘাটা মোড় এবং সেখান থেকে ছোট গাড়িতে জনপ্রতি ৩০ বা ৪০ টাকার বিনিময়ে পৌঁছে যাওয়া যাবে এমএম তরাইয়ে। কার্শিয়াং ডিভিশনের বাগডোগরা ফরেস্ট রেঞ্জের তরফে এই জায়গাটিকে 'ইকো ট্যুরিজম স্পট' হিসেবে বেছে নেওয়া হয়েছে। ফলে পিকনিকের মরশুম শুরু হতে না হতেই শুরু হয়েছে সৌন্দর্যায়নের কাজ। 

    যার মধ্যে রয়েছে নদী সংস্কার। সেইসঙ্গে দোলনা ও বাঁশের সেতুর মতো বিভিন্ন আকর্ষণীয় জিনিস গড়ে তোলা হয়েছে। এখান থেকে যাওয়া যাবে পানিঘাটা, দুধিয়া ব্রিজ এবং মিরিক।
  • Link to this news (আজকাল)