• বারাসতে ধুন্ধুমার, মুখোমুখি টিএমসিপি ও এসএফআই, জখম দুই পুলিশকর্মী...
    আজকাল | ১৭ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: এসএফআই-টিএমসিপি'র  মিছিল ও পাল্টা মিছিলে উত্তপ্ত বারাসত। দুই ছাত্র সংগঠনের সমর্থকদের মধ্যে হাতাহাতি বেধে যায়। আক্রান্ত হয় পুলিশও। অবশেষে বারাসত থানার বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। 

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আরজি কর-এর নির্যাতিতার বিচারের দাবিতে সোমবার সোদপুর মোড় থেকে মধ্যমগ্রাম চৌমাথা পর্যন্ত এসএফআই প্রথম পর্বের মিছিল করে। মঙ্গলবার সেই মিছিল মধ্যমগ্রাম থেকে বারাসত সান্ধ্য কলেজে পৌঁছয়। সেখানে তৃণমূলের ছাত্র সংগঠনের সমর্থকরা পাল্টা মিছিল শুরু করেন। দুই মিছিলে উত্তেজনায় ছড়ায়। শাসক ও বিরোধী দুই ছাত্র সংগঠনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দুই মিছিলকে দুই দিকে পুলিশ ঘুরিয়ে দেয়। 

    সিপিএমের ছাত্র সংগঠনের মিছিল সেখান থেকে বারাসত সরকারি মহাবিদ্যালয়ের দিকে এগিয়ে যায়। মিছিল পৌঁছতেই নিরাপত্তারক্ষীরা সদর দরজা বন্ধ করে দেন। সেখানে এসএফআই সমর্থকরা জোর করে কলেজের ভিতরে ঢোকার চেষ্টা করেন বলে অভিযোগ। তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা তাঁদের বাধা দেন। দুই ছাত্র সংগঠনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। শুরু হয় হাতাহাতি মারপিট। দু'পক্ষের কয়েকজন সমর্থক তাতে জখম হন। আক্রান্ত হয়েছেন দুই পুলিশকর্মীও। 

    রাজ্য তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের কার্যকরী কমিটির সদস্য লিংকন মল্লিক বলেন, 'কলেজের ভিতরে পরীক্ষা চলছে। ঠিক সেই সময় সিপিএমের ছাত্র সংগঠনের সমর্থকরা গোলমাল শুরু করে। আমরা তাদের বোঝাতে চেষ্টা করছিলাম। তখন এসএফআই সমর্থকরা আমাদের ওপর ঝাঁপিয়ে পড়েন। ওদের হামলায় আমাদের কয়েকজন সমর্থক জখম হয়েছেন।' 

    এসএফআইয়ের উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সম্পাদক আকাশ কর বলেন, 'আরজি কর-এর নির্যাতিতা চিকিৎসকের বিচারের দাবিতে আমরা শান্তিপূর্ণ মিছিল করছিলাম। আমরা কোনও গোলমাল করিনি। তৃণমূলের বাহিনী আমাদের ওপর হামলা চালিয়েছে। ওদের হামলায় আমাদের কয়েকজন সমর্থক জখম হয়েছেন।'
  • Link to this news (আজকাল)