মিল্টন সেন, হুগলি: হুগলির বৈদ্যবাটিতে ইডি হানা। চ্যাটার্জি পাড়ায় আজ সকালে তিনজন ইডি আধিকারিক সহ চারজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান আসেন। সাতসকালে চ্যাটার্জি পাড়ায় একটি বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারী একটি দল।কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে দু'টি গাড়িতে করে চারজন আধিকারিক আসেন। জওয়ানদের নিয়ে বাড়িতে ঢোকে তদন্তকারী দলটি।
জানা গেছে, শান্তনু পোদ্দার ওই বাড়ির মালিক।কলকাতার ধর্মতলায় লোহার যন্ত্রাংশ সরবরাহকারী একটি প্রাইভেট ফার্মে চাকরি করেন। এর আগেও তাঁর বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি, আয়কর দপ্তর থেকে তল্লাশি অভিযান চালিয়েছিল বলে জানা গেছে। তিন ঘণ্টার বেশি সময় ধরে চলছে তল্লাশি অভিযান। আর্থিক প্রতারণায় তল্লাশি চলছে বলে সূত্রের খবর।
জানা গিয়েছে, ওই ব্যক্তি আগে বৈদ্যবাটির ১৮ নম্বর ওয়ার্ডের বাড়িতে থাকতেন। কয়েক বছর আগে চ্যাটার্জি পাড়ায় ১৬ নম্বর ওয়ার্ডে বাড়ি কিনে চলে আসেন। স্থানীয় সূত্রে খবর, ওই ব্যক্তির বাবা প্রাক্তন ব্যাঙ্ক কর্মী। এক সময় বাসের কারবার করতেন পরিবারের সদস্যরা।