ঝগড়ার মাঝে শ্যালকের গোপনাঙ্গে কামড়, মাংস তুলে নিলেন জামাইবাবু ...
আজকাল | ১৭ ডিসেম্বর ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: ঝগড়া চলাকালীন আচমকাই শ্যালকের গোপনাঙ্গে কামড়ে দিলেন জামাইবাবু। কামড়ের চোটে ছিঁড়ে গিয়েছে মাংসপিণ্ড। গুরুতর আহত শ্যালক এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার ঘুঁটিয়ারি শরিফ এলাকায়। পুলিশের কাছে দায়ের হয়েছে অভিযোগ। তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘুঁটিয়ারি শরিফের মাকালতলার বাসিন্দা রবীন মণ্ডল। ওই এলাকাতেই থাকেন তাঁর ভগ্নিপতি মুন্না সাউ। অভিযোগ মুন্না কোনও কাজকর্ম করেন না এবং নিয়মিত বাড়িতে ঝামেলা করেন। এই নিয়ে এদিন রবীন প্রতিবাদ করেন। অভিযোগ, বাগবিতণ্ডা চলার সময় আচমকাই শ্যালকের ওপর ঝাঁপিয়ে পড়েন জামাইবাবু। তাঁকে মারধর করতে করতে আচমকাই গোপনাঙ্গ কামড়ে দেন। ব্যাথায় চিৎকার করে ওঠেন শ্যালক। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে কাতরাতে থাকেন। জানা যায় কামড়ের চোটে মাংসপিণ্ড ছিঁড়ে গিয়েছে তাঁর।
উদ্ধার করে রবীনকে নিয়ে যাওয়া হয় ক্যানিং মহকুমা হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আছেন রবীন। তাঁর অভিযোগ, এর আগেও একবার প্রতিবাদ করাতে তাঁর কানে কামড় দিয়েছিলেন মুন্না। এবার কামড় দিয়েছে তাঁর গোপনাঙ্গে। পুলিশের কাছে জামাইবাবুর কঠোর শাস্তির দাবি করেছেন রবীন।