• পুলিশ টিমকে হারিয়ে কমিশনার্স কাপ জয় করল পেয়রাবাগান এফ সি
    আজকাল | ১৭ ডিসেম্বর ২০২৪
  • মিল্টন সেন,হুগলি: চন্দননগর কমিশনারেটের উদ্যোগে আয়োজিত কমিশনার্স কাপ এর ফাইনালে পুলিশের টিমকে হারিয়ে জয়ী পেয়ারাবাগন এফ সি। মঙ্গলবার অনুষ্ঠিত হল চন্দননগর কমিশনার্স কাপ ২০২৪ এর ফাইনাল খেলা। চুঁচুড়া থার্ড গ্রাউন্ডে অনুষ্ঠিত খেলার ফাইনালে এদিন মুখোমুখি হয় সিপিসি ফুটবল এ্যাসোসিয়েশন এবং পেয়ারাবাগান অফ সি।

     

     শীতের দুপুরে টানটান উত্তেজনাপূর্ণ এই খেলা দেখতে মাঠে হাজির হয়ে ছিলেন বহু মানুষ। খেলার প্রথমার্ধে একটি এবং দ্বিতীয়ার্ধে একটি, গোল মোট দুটি গোল করে ফাইনালে জয়লাভ করে পেয়াড়াবাগান এফ সি। ফাইনাল খেলায় দুটি গোল করে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন পেয়ারবাগান ক্লাবের আভাস কুণ্ডু।

     

     ছয় টি গোল করায় 'ম্যান অফ দ্যা সিরিজ' পুরস্কার তুলে দেওয়া হয় পেয়ারাবাগান ক্লাবের দীপ দাসের হাতে। সেরা গোলকিপার পুরস্কার পেয়েছেন সিপিসি ফুটবল এ্যাসোসিয়েশনের খেলোয়াড় অন্তু মন্ডল। খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন খেলোয়াড় কৃষ্ণগোপাল চৌধুরী এবং বিভাস সরকার। ছিলেন ডিসি চন্দননগর অলকানন্দা ভাওয়াল, এসিপি ডিডি সুমন চ্যাটার্জি আইসি চুঁচুড়া রামেশ্বর ওঝা, অনিমেষ হাজারী, তমাল মহান্তি প্রমুখ পুলিশ আধিকারিকেরা। দুই দলের হাতে তুলে দেওয়া হয় রানার্স উইনার্স ট্রফি।

     
  • Link to this news (আজকাল)