আজকাল ওয়েবডেস্ক: ৬ ডিসেম্বর, শুক্রবার নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় কালীঘাটের কাকুর জামিন মঞ্জুর হয় হাইকোর্টে। হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ তাঁর জামিন মঞ্জুর করেন।তবে ইডির মামলায় জামিন হলেও, জেল মুক্তি ঘটেনি তাঁর। নজর ছিল সিবিআইয়ের শোন অ্যারেস্টের দিকে।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ইডির মামলায় তাঁর জামিনের আগেই কেন্দ্রীয় শোন অ্যারেস্টের আবেদন করেছিল। দীর্ঘ সময় পর, জেলবন্দি কালীঘাটের কাকুকে ফের গ্রেপ্তার করল সিবিআই।
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণকে গ্রেপ্তারের আবেদন জানিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আর্জি ছিল, তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা। তবে একাধিকবার নির্দেশ দেওয়া হলেও কালীঘাটের কাকু হাজিরা দেননি। মঙ্গলবার প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে ভার্চুয়ালি হাজিরা দেন সুজয়কৃষ্ণ। তাঁকে ভার্চুয়ালি পেশ করার পরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেপ্তার করে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, ইডির মামলায় জামিন মিললেও, কালীঘাটের কাকুকে দেওয়া হয়েছিল বেশ কয়েকটি শর্ত- তাঁকে জমা রাখতে হবে পাসপোর্ট।আদালতের অনুমতি ছাড়া পশ্চিমবাংলার বাইরে যেতে পারবেন না।মামলার সঙ্গে যুক্ত কোনও তথ্য প্রমাণ নষ্ট করতে পারবেন না। মামলার সাক্ষীদের প্রভাবিত করা যাবে না। যদিও জেল থেকে বেরনোর আগেই, ফের গ্রেপ্তার করা হল তাঁকে।
উল্লেখ্য, এদিনও গ্রেপ্তারির পরে তাঁর আইনজীবীদের পক্ষ থেকে জামিনের আবেদন করা হয়।