• পকেট গড়ের মাঠ, তবু দেশ বেড়াচ্ছেন হরিয়ানার হর্ষ
    প্রতিদিন | ১৭ ডিসেম্বর ২০২৪
  • ধীমান রায়, কাটোয়া: বাড়ি থেকে কপর্দকহীন হয়ে বেরিয়ে ছিলেন। ১২ রাজ্য ঘুরছেন,অথচ কারও কাছে হাত পাতেননি। ১০০০ দিন ধরে দেশভ্রমণের লক্ষ্য নিয়েছেন হরিয়ানার ২৪ বছরের তরুণ সনাতনী হর্ষ। তাঁর বার্তা একটাই, “ভারতীয় সংস্কৃতিকে রক্ষা করুন, প্রকৃতিকে রক্ষা করে প্রকৃতির সঙ্গে বাঁচতে শিখুন।”

    দেশভ্রমণের ৪৭৮ তম দিবসে এদিন সোমবার সনাতনী হর্ষকে দেখা যায় পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারে ভারত সেবাশ্রম সঙ্ঘের আশ্রমে। রবিবার আশ্রমে রাত কাটানোর পর আবার তিনি রওনা দেন কাটোয়ার দিকে। জানা যায়, হরিয়ানা রাজ্যের কারনাল এলাকায় বাড়ি সনাতনী হর্ষের। বাবা ২০১১ সালে মারা গিয়েছেন। বাড়িতে রয়েছেন মা, দাদা-সহ আত্মীয় পরিজন। হর্ষ স্নাতক উত্তীর্ণ হয়ে চাকরির খোঁজ করেননি। পরিবার ছেড়ে বেরিয়ে পড়েছেন ভারতভূমির আধ্যাত্মিক ও সাংস্কৃতিক পরম্পরার টানে। সুঠাম চেহারা, সুদর্শন এই যুবকের পোশাক কিছুটা সাধুসন্তদের মতনই। মুখে দাড়ি।
  • Link to this news (প্রতিদিন)