সিউড়ি পুরসভার তরফে জানানো হয়েছে, কিউআর কোডগুলি সরাসরি সার্ভারের সঙ্গে সংযুক্ত থাকবে। এর ফলে কিউআর কোড নকল করার কোনও আশঙ্কা থাকছে না। প্রয়োজন হলে পুলিশ এবং প্রশাসন থেকে শুরু করে যাত্রীরা সহজেই কিউআর কোড স্ক্যান করে টোটো এবং টোটোর চালক সম্পর্কে তথ্য জানতে পারবেন। পাশাপাশি চালকের বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে সেটাও জানানোরও সুবিধা থাকবে। আরও উল্লেখযোগ্য বিষয় হল, নির্দিষ্ট কোনও টোটো সপ্তাহের কোন কোন দিন রাস্তায় নামবে, সেই তথ্যও ওই কোডের মাধ্যমে জানা যাবে। এতে শহরের যাতায়াত ব্যবস্থা আরও নিরাপদ এবং স্বচ্ছ হবে বলে আশাবাদী পুর কর্তৃপক্ষ।
পুরসভা সূত্রের খবর, একটি বেসরকারি সংস্থাকে টোটোর কিউআর কোড তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল। আগামী ২৫ দিনের মধ্যে শহরের সমস্ত নথিভুক্ত টোটোতেই ওই কোড লাগানো হবে।