আদালত সূত্রে খবর, আসানসোলের ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের কাল্লা সেন্ট্রাল হাসপাতালের চিকিৎসক ছিলেন সুনীল। তাঁর বিরুদ্ধে অভিযোগ, কোলিয়াড়ির শ্রমিকদের মেডিক্যাল ফিট সার্টিফিকেট দেওয়ার জন্য ৫০০ টাকা করে ঘুষ নিতেন। কোলিয়াড়ির এক শ্রমিক গিয়েছিলেন চিকিৎসকের কাছে। কিন্তু তিনি ঘুষ দিতে না চাইলে তাঁকে আনফিট সার্টিফিকেট দেওয়া হয় বলে অভিযোগ। ওই শ্রমিক সিবিআইয়ের কাছে অভিযোগ করেন। তদন্তে নেমে ২০০৯ সালে ওই চিকিৎসককে ঘুষ নেওয়ার সময়ে হাতেনাতে ধরে সিবিআই। সে বার এক শ্রমিক ফিট সার্টিফিকেটের জন্য ৪০০ টাকা ঘুষ দিয়েছিলেন সুনীলকে। শুরু হয় মামলা।
আদালতের নির্দেশে চিকিৎসককে গ্রেফতার করে আদালতে হাজির করিয়েছিল সিবিআই। মঙ্গলবার দুই পক্ষের সওয়াল জবাবের পরে বিচারপতি চক্রবর্তী ওই চিকিৎসককে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।