আজকাল ওয়েবডেস্ক: টানা ১৮ ঘণ্টা পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে হাওড়ায়। পাইপ লাইনে একাধিক মেরামত এবং ভাল্ভ প্রতিস্থাপন করা হবে। এর ফলে হাওড়া শহরের বাসিন্দাদের পানীয়জল সমস্যার মধ্যে পড়তে হতে পারে। পুরসভার সরবরাহ করা পানীয় জল বন্ধ থাকার ফলে সাধারণ মানুষজন জলের ড্রাম সংগ্রহ করতে দোকানে ভিড় জমাচ্ছেন।
উত্তর হাওড়ার মানুষের দীর্ঘদিনের দাবীকে মান্যতা দিয়ে ঘুসুড়ির নস্করপাড়া অঞ্চলে গড়ে উঠছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। তৈরি করছে হাওড়া পুরসভা। বাজেট প্রায় তিনশো কোটি টাকা। এর ফলে বিস্তীর্ণ এলাকায় পানীয় জল সমস্যা দূর হবে। এখন পাইপ লাইনের মাধ্যমে যে জল মিলছে তা পদ্মপুকুর জল প্রকল্পের। পুরসভার পাইপ লাইনে জরুরি কাজের জন্যই জল সরবরাহ বন্ধ থাকবে।
হাওড়া পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, ১৮ ডিসেম্বর বেলা সাড়ে ১২টা থেকে জল সরবরাহ বন্ধ থাকবে ১৯ ডিসেম্বর সকাল ৭টা পর্যন্ত। জরুরি কাজের জন্যেই পানীয় জল সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে। বাসিন্দাদের জন্য পানীয় জলের গাড়ি বিভিন্ন এলাকায় পাঠানো হবে। পুরসভার এক আধিকারিকের কথায়, জরুরি মেরামত এবং যন্ত্র বসানোর কাজের জন্যই পানীয় জল সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে। তবে বৃহস্পতিবার সকাল থেকে পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে।
পুরসভার তরফে এই ঘোষণা হতেই পানীয় জল সংগ্রহ করছেন বাসিন্দারা। স্থানীয় দোকানে জলের ড্রামের অর্ডার দিয়ে রেখেছেন। বাসিন্দাদের কথায়, পুরসভা এলাকায় জলের গাড়ি পাঠালেও মানুষের লম্বা লাইন পড়বে। তাই জল সংগ্রহ করতে হচ্ছে। এর আগে চলতি মাসে পাইপ লাইন ফেটে হাওড়ার ১২টি ওয়ার্ডে জল বন্ধ ছিল।