আজকাল ওয়েবডেস্ক : ঘরে বৃদ্ধ দম্পতির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের ভাতার এলাকায়। আত্নীয়রা মনে করছে লুটপাট করে খুন করা হয়েছে দম্পতিকে।
পূর্ব বর্ধমানের ভাতার থানার রবীন্দ্রপল্লী এলাকার বাসিন্দা অভিজিৎ যশ ও ছবি যশ। গত শুক্রবার বোনের সঙ্গে শেষবার কথা হয় ছবি যশের। তারপর থেকে আর তাদের সঙ্গে যোগাযোগ হয়নি বলে জানাচ্ছেন আত্নীয়রা। অভিজিৎ বাবুর কোন সন্তান নেই। শুক্রবারের পর আত্নীয়দের সঙ্গে আর কোন যোগাযোগ হয়নি।
মঙ্গলবার সকালে ছোট বোনের নাতি বাড়িতে খোঁজ করতে এলে বাড়ির বাইরে তালা বন্ধ দেখতে পায়। তাদের সন্দেহ হওয়ায় তারা ভাতার থানার পুলিশের সাথে যোগাযোগ করে। পুলিশ এসে ঘরের তালা ভাঙলে রান্নাঘরের মেঝে থেকে ছবি যশের মৃতদেহ পরে থাকতে দেখে।
মাথায় আঘাতের চিহ্ন ছিল বলে খবর । পাশে একটি বালিশ ছিল। ঘরের মেঝে থেকে অভিজিৎ যশের মৃতদেহ উদ্ধার করা হয়। বাড়িতে আলমারি ভাঙা অবস্থায় ছিল এবং পুরো ঘর লণ্ডভণ্ড অবস্থায় ছিল বলে জানাচ্ছেন আত্নীয়রা। তাদের অনুমান সম্পত্তির লোভেই এই দম্পতিকে পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে।
খুন ও লুটপাট করার পর সদর দরজা ও ঘরের দরজায় দুস্কৃতিরা নতুন তালা লাগিয়ে দিয়ে যায়। এই ঘটনায় এলাকার মানুষজন চরম আতঙ্কে রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ভাতার থানার পুলিশ।
জেলা পুলিশ সুপার সায়ক দাস জানান, দুজন খুন হয়েছেন। তারা নি:সন্তান ছিলেন। তালা দেওয়া ছিল। জিনিসপত্র এলোমেলো রয়েছে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে এদের শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলেই মনে হচ্ছে। ময়নাতদন্তের পর বাকি কথা জানা যাবে।