• ঘুষের বিনিময়ে ফিট সার্টিফিকেট, চিকিৎসকের কারাদণ্ডের নির্দেশ 
    আজকাল | ১৮ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক :  ঘুষ নেওয়ার অভিযোগে এক চিকিৎসকের চার বছরের সাজা হল। সঙ্গে হল  ৩০ হাজার টাকা জরিমানা। আসানসোল বিশেষ সিবিআই আদালতে এই সাজা ঘোষণা করেন বিচারক রাজেশ চক্রবর্তী।

     

    আসানসোলের ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড এর কাল্লা সেন্ট্রাল হাসপাতালের চিকিৎসক সুনীল কুমার সিং কোলিয়ারির শ্রমিকদের কাছে মেডিকেল ফিট সার্টিফিকেট দেওয়ার জন্য ৫০০ টাকা ঘুষ নেন বলে অভিযোগ ওঠে । জনৈক কোলিয়ারির শ্রমিক সেই ঘুষ দিতে না চাইলে তাকে আনফিট করে দেয় বলে তিনি সিবিআই এর কাছে অভিযোগ করেছিলেন।

     

     ২০০৯ সালে সিবিআই চিকিৎসক সুনীল কুমার সিংকে  ঘুষ নেওয়া হাতেনাতে ধরে ফেলেন। কোলিয়ারির ওই শ্রমিক সেই সময় ৪০০ টাকা ঘুষ দিয়েছিলেন। সুনীল কুমার সিংকে সিবিআই তখন তাকে গ্রেফতার করে আদালতে নিয়ে আসে। সেই মামলার মঙ্গলবার শুনানি শেষ হলে বিচারক রাজেশ চক্রবর্তী সুনীল কুমার সিংকে ৩০ হাজার টাকা জরিমানা ও চার বছরের কারাদন্ডের নির্দেশ দেন।
  • Link to this news (আজকাল)