• নতুন সেতু গঙ্গাসাগরে, বৈঠকে মুখ্যমন্ত্রী
    দৈনিক স্টেটসম্যান | ১৮ ডিসেম্বর ২০২৪
  • কথায় বলে— সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এই কথাটিকে সার্বিকভাবে পাল্টে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিরলস পরিশ্রমে তিনি কপিলমুনির আশ্রমের আমূল সংস্কার করে তীর্থযাত্রার পথকে সুগম করে তুলেছেন। সেই সঙ্গে পুলিশ ও স্থানীয় প্রশাসনের সেতুবন্ধনের মাধ্যমে গঙ্গাসাগরকে তিনি নতুন রূপে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলেছেন। সেই কারণে একবার নয়, বারবার যাওয়া যায় এই গঙ্গাসাগরে।

    আগামী বছর ৮ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত হবে গঙ্গাসাগর মেলা। মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর মেলা উপলক্ষে নবান্নে একটি উচ্চপর্যায়ের বৈঠক করলেন মঙ্গলবার। সরকারি আধিকারিকরা ছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন, ভারত সেবাশ্রম সঙ্ঘের নিতাই মহারাজ, সেনাবাহিনী, নৌসেনা, উপকূলরক্ষীবাহিনী, রেল ও টেলিকমের অফিসাররা। এবারের মেলায় তীর্থযাত্রীদের সুরক্ষা ও সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। মুখ্যমন্ত্রী জানান, অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবছর মেলাকে আরও সুন্দর ও সুচারু করতে হবে। আগামী ৬ ও ৭ জানুয়ারি গঙ্গাসাগরে থাকবেন তিনি।

    এই বৈঠকে খুশির খবরও শোনান মুখ্যমন্ত্রী। বৈঠকের শুরুতেই মুড়িগঙ্গার সেতুর কথা উল্লেখ করেন। ৪ লেনের সেতুটি তৈরি হতে বছর চারেক সময় লাগবে। তবে তার আগেই সেতুর নামকরণ করলেন মমতা। নাম রাখলেন, ‘গঙ্গাসাগর মেলা সেতু।’ এর ফলে মেলায় পৌঁছনো সহজ হবে। এই সেতু তৈরিতে খরচ হবে ১৫০০ কোটি টাকা, যা পুরোটাই দেবে রাজ্য। মমতার অভিযোগ, কেন্দ্রের তরফে কোনও সহায়তা কখনোই মেলে না।

    আগত তীর্থযাত্রীদের সুবিধার জন্য রেল কর্তৃপক্ষকে বিশেষ ট্রেন চালানোর আবেদন জানিয়েছেন। ২ হাজার ২৫০টি সরকারি বাস এবং ২৫০টি বেসরকারি বাস চালানো হবে। জলপথে চলবে ৩২টি ভেসেল, ১০০টি বার্জ এবং ৯০০টি ছোট ভেসেল। প্রতিটিতে থাকবে স্যাটেলাইট ট্র্যাকিংয়ের ব্যবস্থা। পুণ্যার্থীদের সুবিধায় একক টিকিটের ব্যবস্থা করা হবে। থাকছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এছাড়াও এবারে দমকলের ৫০টি ইঞ্জিনের পাশাপাশি ৭৫টি দমকলের মোটরবাইকও থাকবে। এই মোটরবাইকগুলি গোটা মেলা টহল দেবে। মেলায় আসা তীর্থযাত্রীদের জন্য ই-অনুসন্ধান এবং কিউআর কোড রিস্টব্যান্ড চালু করা হবে। সিসিটিভি ক্যামেরা বসানো হবে ১১০০টি। বাড়ানো হয়েছে ওয়াচ টাওয়ারও।
    একদিকে বাংলাদেশে অস্থির পরিস্থিতি৷ এই সময়েই সাগরপাড়ে আয়োজিত হচ্ছে গঙ্গাসাগর মেলা৷ তাতে কোনোভাবে যাতে জলসীমা অতিক্রমের ঘটনা না-ঘটে, সেদিকে বাড়তি নজরদারি চালাতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)