• বাংলাদেশিদের তৈরি করে দিতেন জাল পাসপোর্ট, কলকাতায় গ্রেপ্তার পোস্ট অফিসের অস্থায়ী কর্মী
    দৈনিক স্টেটসম্যান | ১৮ ডিসেম্বর ২০২৪
  • নকল পরিচয়পত্র-সহ পাসপোর্ট ও ভিসা তৈরির অভিযোগে পোস্ট অফিসের এক অস্থায়ী কর্মীকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের এসটিএফ। ধৃত ব্যক্তির নাম তারকনাথ সেন।  তাঁকে উত্তর ২৪ পরগনার বসিরহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে নকল আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট ও ভিসা তৈরির অভিযোগ ওঠে। এসটিএফ-এর এক আধিকারিক জানিয়েছেন , সন্দেহের তালিকায় আরও কয়েকজন ব্যক্তি রয়েছে। সঠিক প্রমাণ পেলে তাঁদেরও গ্রেপ্তার করা হবে।

    তদন্তকারীরা জানতে পারেন যে, নকল পরিচয়পত্র একাধিক সন্দেহভাজন ব্যক্তিদের হাতে সরবরাহ করার সঙ্গে যুক্ত রয়েছে কয়েকজন পোস্ট অফিসের অস্থায়ী কর্মী । সেই অনুযায়ী উত্তর ২৪ পরগনার বসিরহাটের বাসিন্দা তারকনাথ সেনের পরিচয় জানতে পারেন তদন্তকারীরা । এরপরই দেরি না করে সোমবার রাতেই বসিরহাট জেলা পুলিশের সাহায্যে সেখান থেকে গ্রেপ্তার করা হয় তারককে ।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)