জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ডিসেম্বরের প্রথম দিনেই বাঙালি পাঠকদের জন্য সুখবর নিয়ে এলো স্মাইল অফ বুকস। সাদার্ন এভিনিউ, সর্দার শংকর রোডে রিড বেঙ্গলি বুক ষ্টোরে উন্মোচন হলো তাঁদের একগুচ্ছ নতুন বই এবং কলকাতা বইমেলায় প্রকাশিত হবে এমন কিছু বইয়ের প্রচ্ছদ। বিকেল পাঁচটায় শুরু হয় বইপ্রকাশ অনুষ্ঠান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অভিক পোদ্দার এবং সামগ্রিক ব্যবস্থাপনায় ছিলেন টিম স্মেল অফ বুকসের সায়ন সরকার, রত্নদ্বীপ চ্যাটার্জী, সুমন্ত মাঝি এবং স্বাগতা হাজরা চৌধুরী। প্রথম প্রকাশিত বইটি হলো যা-ভূতিয়, বইটির সম্পাদনা করেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় এবং সহ সম্পাদনা করেছেন অভিক পোদ্দার।
পরবর্তী বইটি ছিল ডাক্তার ননীগোপাল সিনহার লেখা হোমিওপ্যাথি টিপস এন্ড ট্রিকস। এরপর একে একে প্রকাশিত হয় লেখক আকাশ গুহর ভৌতিক গল্প সংকলন ‘মৃতজাগতিক’, লেখিকা সেমিমা হাকিমের সামাজিক উপন্যাস ‘অবনী বহিয়া যায়’, লেখক রামেশ্বর দত্তের ‘নয়ন মাঝে রয়েছ তুমি’ এবং অভিষেক টিটো চৌধুরীর কলমে বিভিন্ন মানসিক বিকারের উপর প্রকাশিত গল্প সংকলন ‘অসুখ বেলা’। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল প্রখ্যাত কথা সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের, যদিও তিনি শারীরিক অসুস্থতার কারণে এদিন অনুপস্থিত ছিলেন।
ডাক্তার ননীগোপাল সিনহার বইটি উদ্বোধন করেছেন বিশিষ্ট চিকিৎসক প্রফেসর, ডাক্তার শান্তনু ঘোষ, প্রিন্সিপাল ইনচার্জ প্রতাপ চন্দ্র মেমোরিয়াল হসপিটাল এন্ড কলেজ। এরপর প্রকাশিত হয় আরো একগুচ্ছ নতুন বইয়ের প্রচ্ছদ। বইগুলি প্রকাশিত হতে চলেছে ২০২৫, কলকাতা বইমেলায়। বইগুলি যথাক্রমে— লেখক কৌশিক দাসের কলমে ‘রক্তকরবী মার্ডার্স’,ময়না মুখোপাধ্যায়ের কলমে ‘মৃত্যু যখন চকিতে আসে’, স্বরীন্দ্র মুখার্জির কলমে ‘জন্মান্তর’, আকাশ গুহের কলমে ‘ইভিল’এছাড়াও সুপর্ণা চ্যাটার্জী ঘোষালের সম্পাদনায় প্যারাফেলিয়া সংকলন ‘অ-নিষিদ্ধ’ এবং রাজনৈতিক প্রেক্ষাপটের উপর রচিত সংকলন ‘অ-রাজ কাহিনী’, সম্পাদনা করেছেন শিবশংকর চক্রবর্তী। অনুষ্ঠান শেষে উক্ত বই প্রকাশ অনুষ্ঠানে ডাক্তার ননীগোপাল সিনহার বক্তব্যের প্রশংসাও করেছেন প্রফেসর শান্তনু ঘোষ। তিনি এও বলেন, এই বই নতুন বাঙালি পড়ুয়াদের কাছে রত্ন সম্ভার, এবং বাংলায় হোমিওপ্যাথি চিকিৎসায় নতুন প্রাণ সঞ্চার করবে।