যে জায়গাটিতে এই গন্ডগোল, সেটি মন্ত্রী মলয় ঘটকের বিধানসভার মধ্যে পড়ে। জমি মাফিয়াদের বিরুদ্ধে সম্মিলিত ভাবে থানায় অভিযোগ দায়ের করেছেন হিলভিউয়ের বাসিন্দারা। মলয় গোটা বিষয়টি জানার পর মঙ্গলবার ওই পাড়ায় গিয়ে সাধারণ মানুষদের নিয়ে একটি বৈঠক করেন। সিসিটিভিতে গন্ডগোলের ফুটেজ দেখার পর তিনি পুলিশকে পদক্ষেপ করতে আবেদন করেন। মলয় পুলিশকে বলেন, ‘‘যাদের হাতে আগ্নেয়াস্ত্র দেখা যাচ্ছে বা যারা তাণ্ডব চালাচ্ছে বলে দেখতে পাওয়া যাচ্ছে, তাদের বিরুদ্ধে আইনত সমস্ত ব্যবস্থা যেন নেওয়া হয়।’’ তিনি জানান, এই সমস্যা নিয়ে জেলাশাসককেও একটি চিঠি লিখেছেন তিনি। মন্ত্রীর কথায়, ‘‘যে জমি মাফিয়ারা সরকারি এবং সাধারণ মানুষের জমি দখল করছে বলে অভিযোগ, তাদের বিরুদ্ধে তদন্ত হোক। সরকারি হেলথ সেন্টার তৈরি হবে বলে যে জায়গাটি স্থানীয় প্রশাসন বেছে রেখেছিল, সেই জায়গা কী ভাবে নিজের নামে নথিভুক্ত করে নিল মাফিয়ারা, সেটাও তদন্ত করে দেখুন ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকেরা।’’
মন্ত্রীর হস্তক্ষেপের পর এলাকার মানুষ কিছুটা আতঙ্কমুক্ত। তবে যে ভাবে স্বাস্থ্যকেন্দ্রের জায়গা থেকে সাধারণ মানুষের জায়গা দখল করার জন্য তাণ্ডব শুরু হয়েছে, তাতে শীঘ্র প্রশাসনের পদক্ষেপ আশা করছেন তাঁরা।