• খাস কলকাতা হাই কোর্টে স্বজনপোষণ! প্রধান বিচারপতির দ্বারস্থ কোর্ট অফিসার
    প্রতিদিন | ১৮ ডিসেম্বর ২০২৪
  • গোবিন্দ রায়: এবার খোদ কলকাতা হাই কোর্টে উচ্চপদস্থ আধিকারিক নিয়োগে স্বজন পোষণের অভিযোগ উঠল। এমনই অভিযোগে পরীক্ষা স্থগিত রাখার আবেদনে হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের দ্বারস্থ হয়েছেন এক কোর্ট অফিসার। ঘটনাচক্রে তিনি প্রধান বিচারপতির কোর্টেই অফিসার হিসাবে নিযুক্ত।

    জানা গিয়েছে, আজ বুধবার অ্যাসিট্যান্ট রেজিস্ট্রারের ৬টি শূন্যপদে নিয়োগ সংক্রান্ত ওই পরীক্ষা হওয়ার কথা। ওই পরীক্ষা স্থগিত রাখার আবেদন জানিয়ে হাই কোর্টের প্রধান বিচারপতিকে চিঠিতে কোর্ট অফিসার জানিয়েছেন, হাই কোর্টের অ্যাপিলেট সাইডে অ্যাসিসট্যান্ট রেজিস্ট্রারের শূন্যপদে নিয়োগের জন্য গত চারবার পরীক্ষা হয়েছে। কিন্তু সেখানে চরম দুর্নীতি হয়েছে। এটিকে ‘প্রহসন ও প্রতারণা’ ছাড়া তাকে কিছু বলা যাচ্ছে না। মেধারভিত্তিতে নয় ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে ওই পদে ইতিমধ্যেই ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। ফলে এছর পরীক্ষা স্থগিত রাখা হোক।

    কিন্তু এ নিয়ে হাই কোর্টের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে নিজেদের অভিযোগ নিয়ে যে ন্যায় বিচারালয়ের দ্বারস্থ হয় আমজনতা, সেই আদালতের নিয়োগই দুর্নীতির গন্ধ, চাঞ্চল্য ছড়িয়েছে। 
  • Link to this news (প্রতিদিন)