এই সময়, এগরা: বিল্ডিং প্ল্যান অনুমোদন ছাড়াই অবৈধ নির্মাণ। বাধা দিতে গিয়ে পুরসভার ইঞ্জিনিয়ারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত এগরা পুরসভার এক কাউন্সিলারের বিরুদ্ধে। এ নিয়ে এগরা পুরসভার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার স্বপনকুমার গায়েন অভিযোগ জানিয়েছেন পুরসভার চেয়ারম্যানের ও মহকুমাশাসকের কাছে।
এগরা পুরসভার ১ নম্বর ওয়ার্ডের কসবা এগরা এলাকার বাসিন্দা মুনমুন মিশ্র ত্রিপাঠী বাড়ি তৈরির জন্যে অনলাইনে বিল্ডিং প্ল্যানের অনুমোদন করান। অভিযোগ, এরপরেও প্ল্যান বহির্ভূত বাড়ি তৈরির কাজ করছিলেন মুনমুন। তাঁর বাড়ি তৈরির কাজের তদারকি করেছেন এই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার শেখ সুরজ আলি। প্ল্যান বহির্ভূত বাড়ি তৈরির কাজের কথা জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধের নির্দেশ দেন এগরা পুরসভার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার স্বপনকুমার গায়েন।
এই কথা শুনে কাউন্সিলার সুরজ আলি জানতে চান কেন কাজ বন্ধ রাখতে হবে। উভয় পক্ষের মধ্যে শুরু হয় বচসা। বিতর্কের মধ্যেই কাউন্সিলার ‘দেখে’ নেওয়ার হুমকি ও প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। যদিও কাউন্সিলার সুরজ আলি অভিযোগ অস্বীকার করে জানান, তিনি কাউকে প্রাণে মারার হুমকি দেননি। কেন এরকম অভিযোগ করছেন জানা নেই।
এগরা পুরসভার চেয়ারম্যান স্বপনকুমার নায়েক বলেন, ‘অভিযোগ এসেছে। পুরসভার বিষয়। উভয় পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে।’ এটাই তৃণমূলের সংস্কৃতি বলে কটাক্ষ করেছেন বিজেপির নগর মণ্ডল সভাপতি চন্দন মাইতি। তাঁর কথায়, ‘যেমন সংস্কৃতি তেমনই আচরণ হবে। অবাক হওয়ার কিছু নেই।’