• নিম্নচাপের বৃষ্টি শুরু দক্ষিণ ভারতে,উত্তর–পশ্চিমে ফের নয়া ঝঞ্ঝা
    এই সময় | ১৮ ডিসেম্বর ২০২৪
  • এই সময়: দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ উত্তর ও উত্তর–পশ্চিম দিকে মুখ ঘুরিয়ে তামিলনাডু উপকূলে পৌঁছেছে। তার প্রভাবে মঙ্গলবার থেকেই তামিলনাডু এবং অন্ধ্রপ্রদেশে তুমুল বৃষ্টি শুরু হয়েছে। উপগ্রহচিত্রে দেখা গিয়েছে, নিম্নচাপটি তামিলনাডু উপকূলে প্রবেশের পরেই দু’ভাগে ভাগ হয়ে একটি ভাগ উপকূল বরাবর উত্তর–পূর্ব দিকে এগোচ্ছে। গতিপথে হেরফের না হলে জলীয় বাষ্পে ভরপুর মেঘ আজ, বুধবার ওডিশার উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টি নামাবে। তারপর নিম্নচাপের মেঘ বাংলার দিকে এগোবে।

    আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা হতে শুরু করবে। সপ্তাহের শেষের দু’দিন কলকাতা–সহ দক্ষিণবঙ্গের ১১টি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। এই জেলাগুলোর মধ্যে রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রামও। তার আগেই দক্ষিণবঙ্গে যে ভাবে জলীয় বাষ্প ঢুকছে, তার প্রভাবেই রাজ্যের দক্ষিণ ভাগের তাপমাত্রা বাড়তে শুরু করেছে।

    রবিবার ভোররাতে কলকাতার তাপমাত্রা মরশুমের শীতলতম ১২.৫ ডিগ্রি সেলসিয়াসে ছিল। সেখান থেকে মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে অর্থাৎ মঙ্গলবার ভোরে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২.৫ ডিগ্রি সেলসিয়াস বেড়ে ১৫ ডিগ্রিতে গিয়ে পৌঁছয়। সামনের তিন দিনে রাতের তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। দেশের উত্তর–পশ্চিম প্রান্তে আজ বুধবারই নতুন করে একটি ঝঞ্ঝা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে ওই প্রান্ত দিয়ে ঢুকতে থাকা ঠান্ডা হাওয়ারও গতিরোধ হবে সাময়িক ভাবে।

    তবে বৃষ্টি শুরু হলে, অর্থাৎ ঘন মেঘে সূর্য ঢাকা পড়ে গেলে পরিস্থিতি কেমন থাকে সেটাই দেখার। সেই পরিস্থিতিতে একদিকে রাতের তাপমাত্রা বাড়বে, অন্য দিকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমে যাবে। সেই পরিস্থিতিতেই ‘ছদ্ম শীতের’ আবহ তৈরি হয়। যদিও আবহবিদরা আপাতত মনে করছেন, সমুদ্রের অস্থিরতা স্থায়ী হবে না। নিম্নচাপের মেঘ দ্রুত কেটে যাবে। পশ্চিমী ঝঞ্ঝার ক্ষেত্রেও তেমনই পূর্বাভাস। দেশের দুই প্রান্ত ফের ‘ঝামেলা–মুক্ত’ হলেই হাড়–কাঁপানো শীতের অনুভূতি ফিরবে দক্ষিণবঙ্গে।

  • Link to this news (এই সময়)