• আর নয় পলায়ন! সঙ্ঘের বার্তা ওপারের হিন্দুদের জন্য
    এই সময় | ১৮ ডিসেম্বর ২০২৪
  • এই সময়: ও পার বাংলায় আক্রান্ত হিন্দু সংখ্যালঘুরা, এমন অভিযোগ প্রতিদিনই উঠছে। এ পার বাংলা থেকে ও পারের সংখ্যালঘুদের ‘ভোকাল টনিক’ দেওয়ার কৌশল নিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)! বাংলাদেশের সংখ্যালঘুদের উদ্দেশে তাদের নতুন স্লোগান, ‘আর নয় পলায়ন, এ বার পরাক্রম।’

    আরএসএস চাইছে, মৌলবাদীদের আক্রমণের মুখে পড়ে বাংলাদেশের একজন সংখ্যালঘুও যাতে ভারতে চলে না আসেন এবং তাঁরা যেন নিজেদের দেশে থেকেই লড়াই করেন। বাংলাদেশের ঘটনার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে সঙ্ঘ এবং সঙ্ঘ–ঘনিষ্ঠ সংগঠনগুলি যে কর্মসূচি করবে, এ বার থেকে সেখা‍নে এই স্লোগানটি ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে।

    আরএসএস তাদের প্রচারে বলবে, অত্যাচারের মুখে পড়ে কেন বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুরা নিজের ভিটেমাটি ছেড়ে ভারতে চলে আসবেন? ১৯৭১ সালে যা হয়েছে, তা এ বার হবে না। রাজনৈতিক মহলের একাংশের মতে, বাং‍লাদেশ ইস্যুকে হাতিয়ার করে গেরুয়া শিবির সামগ্রিক ভাবে হিন্দু সমাজের মনোবল বাড়াতে চাইছে। হিন্দুরা নিছকই সহনশীল— এই ন্যারেটিভ সবার আগে ভাঙা প্রয়োজন বলে মনে করছে সঙ্ঘের একাংশ। তাই বাংলাদেশের আক্রান্ত সংখ্যালঘুদের নিজেদের দেশে থেকেই লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে আরএসএস।

    এ রাজ্যের আরএসএস নেতা জিষ্ণু বসুর বক্তব্য, ‘দুই বাংলাতেই হিন্দু বাঙালির অস্তিত্ব সঙ্কটে। তাই দুই বাংলার হিন্দুরা আজ ঐক্যবদ্ধ। এই লড়াইটা সর্বস্তরের সর্বশ্রেণির বাঙালি হিন্দুর। আমরা আর এক পা–ও পিছোব না। যে যেখানে আছি, মৃত্যুর আগে পর্যন্ত সেখানেই থাকব। লড়াই করব।’

    সঙ্ঘের আর এক শীর্ষ নেতার কথায়, ‘আমরা চাইছি, বাংলাদেশে আক্রান্ত সংখ্যালঘুরা যেন ভারত সীমান্তে ভিড় না করেন। ওঁরা প্রতিরোধ গড়ে তুলুন। বীরের মতো লড়াই করুন। এ ভাবেই হিন্দু বাঙালিরা একদিন জাগবেন।’ আরএসএসের মুখপাত্র বিপ্লব রায় বলেন, ‘আমরা বলছি, বাংলাদেশ থেকে চলে এলে বা পালিয়ে এলে সমস্যার সমাধান হবে না। ওখানেই থেকে লড়াই করে পরাক্রম দেখাতে হবে। বাংলাদেশে হিন্দুদের অধিকার আছে। এটা ভুললে চলবে না।’

    তবে আরএসএসের এই নীতিতে আপত্তি আছে বিজেপির একাংশের। এ রাজ্যের এক পদ্ম নেতার কথায়, ‘আমরাও চাই, বাংলাদেশের হিন্দুরা লড়াই করুন। কিন্তু কেউ যদি ভারতে আশ্রয় চান, তাঁকে মানবিকতার খাতিরে এ দেশের নাগরিকত্ব দেওয়া হোক। এর জন্যই তো সিএএ করা হয়েছে। ভারত সরকার নিশ্চয়ই বাংলাদেশের সংখ্যালঘুদের বিপদের মুখে ঠেলে দেবে না।’

  • Link to this news (এই সময়)