• হেলথ স্কিমে উত্তরবঙ্গের জন্য বাড়তি সুবিধা
    এই সময় | ১৮ ডিসেম্বর ২০২৪
  • এই সময়: উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কর্মরত এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মী এবং আধিকারিকরা যাতে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা ভোগ করতে পারেন, তার জন্য উদ্যোগী হলো নবান্ন।

    উত্তরবঙ্গের আরও কয়েকটি বেসরকারি হাসপাতালকে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের অন্তর্ভুক্ত করা হলো। এ বার থেকে এই সব হাসপাতালে ক্যাশলেস ট্রিটমেন্ট করাতে পারবেন সরকারি কর্মীরা। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে চিকিৎসা করানোর জন্য নবান্ন থেকে যে নতুন তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে মোট ১৩টি বেসরকারি হাসপাতালকে যুক্ত করা হয়েছে।

    তার মধ্যে সাতটিই উত্তরবঙ্গের। এর মধ্যে রয়েছে শিলিগুড়ির একটি, মালদার তিনটি, দক্ষিণ দিনাজপুরের দু’টি এবং আলিপুরদুয়ারের একটি বেসরকারি হাসপাতালের নাম রয়েছে। এ ছাড়াও দক্ষিণবঙ্গের ছ’টি হাসপাতালকে এই তালিকায় রাখা হয়েছে।

    রাজ্য কর্মচারী ফেডারেশনের প্রবীণ নেতা মনোজ চক্রবর্তী বলেন, ‘ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে যে সব হাসপাতাল এবং নার্সিংহোমকে যুক্ত করা হয়েছে তার সিংহভাগই কলকাতা এবং তার আশপাশে অবস্থিত। উত্তরবঙ্গে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে নথিভুক্ত হাসপাতালের সংখ্যা খুব কম। এ নিয়ে উত্তরবঙ্গের কর্মীদের মধ্যে দীর্ঘদি‍ন ধরেই ক্ষোভ রয়েছে। সরকারের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি।’

  • Link to this news (এই সময়)