• আলিপুরদুয়ারে বন্দুকবাজের হামলা, মৃত ১, গুলিবিদ্ধ আরও এক কিশোর ...
    আজকাল | ১৮ ডিসেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার : আলিপুরদুয়ার শহরে বাইক সওয়ার বন্দুকবাজ যুবকের গুলিতে এক মহিলার মৃত্যু হল। গুলিবিদ্ধ হলেন আরও এক কিশোর। ঘটনায় হতভম্ব শহরবাসী। গুলি ছোড়া যুবকটিকে জনতা ধরে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় পুলিশি নজরদারিতে তার চিকিৎসা চলছে। তার পরিচয়, সে কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেল এবং কেন এমন ঘটনা ঘটালো তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। 

    জানা গিয়েছে মঙ্গলবার আনুমানিক রাত ৮ টা নাগাদ আলিপুরদুয়ার শহরের ১৩ নম্বর ওয়ার্ডের সমাজপাড়া এলাকায় এক যুবক বাইক চালিয়ে আসে। এরপরই সে হঠাৎ বন্দুক বের করে এক বৃদ্ধা মহিলার দিকে তাক করে গুলি চালায়। সে সময় ওই মহিলা বাড়ির পাশের রাস্তায় বসে আগুন পোহাচ্ছিলেন। মাথায় গুলিবিদ্ধ হয়ে অচৈতন্য হয়ে পড়েন কৌশিলা মাহাত নামে এক মহিলা। ঘটনার আকস্মিকতায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত ও হতচকিত হয়ে পড়েন। তাঁরা ওই মহিলার শুশ্রূষা করার চেষ্টা করেন। গুলিবিদ্ধ মহিলাকে উদ্ধার করে আলিপুরদুয়ার হাসপাতালে আনা হলে, কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

    গুলি করে মহিলাকে খুন করা ওই যুবক এরপরই বাইকে করে এলাকা থেকে পালানোর চেষ্টা করে। স্থানীয় বাসিন্দারা তার পিছু ধাওয়া করে। পালিয়ে যাওয়ার সময় ওই যুবক ইটখোলা এলাকায় আবার গুলি চালায়। তাতে আরেক কিশোর গুলিবিদ্ধ হয়। নবম শ্রেণির ওই কিশোরের পায়ে গুলি লাগে বলে জানা গিয়েছে। তখনই স্থানীয় বাসিন্দারা বন্দুকবাজ ওই যুবককে ধরে ফেলে। এরপরই তাকে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। 

    মারধরে গুরুতর জখম হয় বন্দুকবাজ। গুলিবিদ্ধ স্থানীয় কিশোর এবং বন্দুকবাজ যুবক দু'জনেই আলিপুরদুয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকেরা। কী কারণে ওই যুবক গুলি চলেছে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
  • Link to this news (আজকাল)