সিমলা বেড়াতে গিয়ে আর বাড়ি ফেরা হল না, পাহাড়ে অস্বাভাবিক মৃত্যু শ্রীরামপুর পুরসভার কর্মীর
আজকাল | ১৮ ডিসেম্বর ২০২৪
মিল্টন সেন, হুগলি: সিমলা বেড়াতে গিয়ে পাহাড় থেকে পড়ে অস্বাভাবিক মৃত্যু হয়েছে যুবকের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল শ্রীরামপুরে। মৃত যুবকের নাম, অভিজিৎ দত্ত(৪৩)। শ্রীরামপুর পুরসভার চার নম্বর ওয়ার্ডের অন্তর্গত রাজা রামমোহন সরণি কালিতলা এলাকায় বৃদ্ধ মা এবং মামার সঙ্গে থাকতেন অভিজিৎ। আগে থাকতেন স্টেশন সংলগ্ন কুমিরজলা রোডে। অভিজিৎ শ্রীরামপুর পুরসভার কর বিভাগের কর্মী ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, গত ১২ ডিসেম্বর সিমলা যান অভিজিৎ। তারপরে পরিবার, বন্ধুবান্ধবদের সঙ্গে ফোনে কথা হয়েছে। হঠাৎ ১৬ ডিসেম্বর অর্থাৎ সোমবার দুপুরে সিমলা থানা থেকে ফোন আসে অভিজিতের বাড়িতে। ফোনে জানানো হয় একটা দুর্ঘটনা ঘটেছে। অভিজিৎ বর্তমানে কোমায় আছেন। তার কিছুক্ষণ পরে পরিবারকে অভিজিতের দুর্ঘটনার খবর দেওয়া হয় শ্রীরামপুর থানা থেকে। সন্ধ্যায় শ্রীরামপুর পুরসভা থেকে তাঁর পরিবারকে জানিয়ে দেওয়া হয় অভিজিতের মৃত্যু হয়েছে।
এই প্রসঙ্গে শ্রীরামপুর পুরসভার পুর প্রধান গিরিধারী সাহা জানিয়েছেন, তাঁদের কাছে খবর আসে সোমবার। জানানো হয় রবিবার সিমলার চেল নামক একটি এলাকায় অভিজিৎকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রথমে তাঁকে স্থানীয় জুঙ্গা এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাঁকে সিমলার ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে সোমবার বিকেলে সেখানেই তাঁর মৃত্যু হয়েছে। মৃতদেহ ময়নাতদন্ত করা হবে। তিনি হিমাচল প্রদেশের পুলিশের সঙ্গে যোগাযোগ করেছিলেন। পুলিশ তাঁকে জানিয়েছে, অভিজিৎ অচেতন থাকায় তাঁর বয়ান রেকর্ড করা সম্ভব হয়নি।