• উধাও শীত! দু'দিন ধরে বৃষ্টি চলবে রাজ্যে, কবে-কোন জেলায়?
    আজ তক | ১৮ ডিসেম্বর ২০২৪
  • কয়েকদিন ধামাকাদার ব্যাটিং করার পরে আবারও উধাও জাঁকিয়ে শীত। গেরো সেই নিম্মচাপ। আর যার কারণে শীত কমেছে। শুধু তাই নয়, নিম্নচাপের কারণে বৃষ্টিও হতে পারে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ, তার অভিমুখ তামিলনাডু উপকূলের দিকে থাকলেও এই রাজ্যে তার প্রভাব পড়বে। এর ফলে বাতাসে জলীয় বাষ্প ঢুকতে পারে। যে কারণে বৃষ্টির সম্ভাবনা জোরদার হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় আরও কয়েক ডিগ্রি পারদ চড়তে চলেছে। কলকাতায় ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে।

    আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার থেকেই আকাশের মুখ ভার হতে চলেছে। কলকাতা-সহ জেলায় জেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে। যে কারণে শীতের ব্যাটিং খানিকটা থিতু হবে। ২০ তারিখ শুক্রবার ও ২১ তারিখ শনিবার বৃষ্টিপাতের সম্ভাবনা। শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শনিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধ ও বৃহস্পতিবার কয়েকটি জেলায় কুয়াশার দাপট দেখা যেতে পারে। 

    শুক্রবার ও শনিবার উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। কলকাতাতে ১৫ ডিগ্রির ওপরে পারদ উঠেছে। বুধবার থেকে আরও বাড়বে তাপমাত্রা। ৩ ডিগ্রি বাড়তে পারে তাপুমাত্রা। সপ্তাহান্ত পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকবে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির আশপাশে থাকতে পারে।
  • Link to this news (আজ তক)