স্কুল শিক্ষক-কর্মীদের হেলথ স্কিমে যুক্ত করলে লাভ বেশি সরকারেরই
বর্তমান | ১৮ ডিসেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের সাড়ে তিন লক্ষ স্কুল শিক্ষক এবং শিক্ষাকর্মীকে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় আনার দাবি বহুদিনের। বিশ্ববিদ্যালয় এবং কলেজ শিক্ষকদের এর আওতায় আনার পরে দাবিটি আরও জোরালো হয়। এবার স্কুল শিক্ষকদের একাংশ হিসেব কষে দেখিয়ে দিচ্ছেন, তাঁদের এই স্কিমের আওতায় আনলে আখেরে লাভ সরকারের। কারণ, প্রিমিয়াম বাবদ যত টাকা কেটে নেওয়া হবে, সরকারকে ক্লেম মেটাতে হবে তার চেয়ে অনেক কম অর্থমূল্যের।
শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ নামে একটি শিক্ষক ও শিক্ষাকর্মী সংগঠন হেলথ স্কিমের ওয়েবসাইট থেকে তথ্য নিয়ে একটি গুরুত্বপূর্ণ হিসেব দিয়েছে। তাদের দাবি, ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এই স্কিমে কর্মীদের থেকে অ্যালাওয়েন্স বা প্রিমিয়াম বাবদ একবছরে কেটে নেওয়া হয়েছে ১৩৪ কোটির বেশি টাকা। ১৬ বছরে ক্লেম মেটাতে লেগেছে প্রায় ২৫৬ কোটি ৭৮ লক্ষ টাকা। অর্থাৎ, মাত্র দু’বছরের প্রিমিয়াম থেকেই এই ক্লেম মেটানো গিয়েছে। বাকি ১৪ বছরের অ্যালাওয়েন্সের টাকা উদ্বৃত্ত রয়েছে রাজ্যের কোষাগারে। তাই স্কুলের শিক্ষক, শিক্ষাকর্মী এবং গ্রন্থাগারিকদের এই স্কিমের আওতায় আনলে সরকারের এই খাতে আরও লাভ হবে বলে সংগঠনটির দাবি। পাশাপাশি তাঁরাও উপকৃত হবেন। সংগঠনের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, বিষয়টি নিয়ে আমরা সরাসরি মুখ্যমন্ত্রী বা মুখ্যসচিবের সঙ্গে কথা বলতে চাই। তবে, এই দাবি মানা না-হলে আমরা নবান্ন অভিযান করব।