কে হবে নেতা? ফয়সালা করতে জলপাইগুড়িতে দুই দাঁতালের তুমুল যুদ্ধ...
আজকাল | ১৮ ডিসেম্বর ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: দুই দাঁতালের লড়াইয়ের সাক্ষী থাকল জলপাইগুড়ি। মঙ্গলবার বিকেলে জেলার ডামডিম গ্রাম পঞ্চায়েতের বেতগুড়ি চা বাগানের পাশে চেল নদীর চর কার্যত রনাঙ্গনে পরিণত হয় এদের যুদ্ধে। কেউ কাউকে এক ইঞ্চি জমিও ছাড়তে রাজি নয়। কখনও এগিয়ে আবার কখনও কয়েক পা পিছিয়ে পরস্পর পরস্পরের দিকে ছুটে আসছিল তারা। মাথা এবং শুঁড় দিয়ে দু'জন দুজনকে আঘাতের চেষ্টা করে যায়।
দুই বৃহৎ আকারের এই হাতির যুদ্ধে কার্যত ধুলোয় ঢেকে যায় গোটা এলাকা। তারঘেরা বনাঞ্চলের পাশে দু'জনের এই লড়াই দেখতে কার্যত ভিড় জমিয়ে ফেলেন গ্রামবাসীরা। পশু প্রেমীদের দাবি, বিষয়টি নতুন নয়। মূলত দলের দখলের জন্যই এই যুদ্ধ। পরাজিত হাতিকে দল ও ওই এলাকা ছাড়তে হবে। দখল নেবে জয়ী হাতিটি।
এলাকার বাসিন্দাদের কথায়, এই এলাকায় মাঝেমাঝেই ভিড় করে হাতির দল। জঙ্গলের পাশে খোলা এই জায়গাটি হাতিদের খুবই প্রিয়। অনেকসময় হাতির দল এখানে দীর্ঘক্ষণ থেকে পরে আবার নিজেদের মতো করে জঙ্গলে ফিরে যায়। পাশাপাশি তাঁরা আশঙ্কাও প্রকাশ করেছেন,হেরে যাওয়া দলছুট হাতি ক্ষিপ্ত হয়ে ওঠে। যে কারণে সে ঢুকে পড়ে লোকালয়ে। সেইসময় পথে কাউকে পেলে বা অনেক সময় তাড়া করে গিয়েও আক্রমণ করে। এবিষয়ে বন দপ্তরকে সতর্ক থাকার আর্জি জানিয়েছেন তাঁরা।