• এক নম্বরের জন্য হাতছাড়া লটারির ১ কোটি টাকা, আত্মঘাতী যুবক
    আজকাল | ১৮ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: এক নম্বরের জন্য লটারির প্রথম পুরস্কার হাতছাড়া। অবসাদে আত্মঘাতী যুবক। জানা গিয়েছে, শিলিগুড়ির ৩৬ নম্বর ওর্য়াডের শান্তিনগরের ওই বাসিন্দার নাম রজত পোদ্দার (২৭)। দাদা নিলাদ্রী পোদ্দার ও বৃদ্ধা মাকে নিয়ে শান্তিনগরের বাড়িতে থাকতেন। মঙ্গলবার রাতে নিজের বাড়িতে গলায় গামছার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। নিয়মিত লটারির টিকিট কাটার পাশাপাশি যুবক নেশায় আশক্ত থাকতেন বলেও জানিয়েছেন এলাকাবাসী। 

    মঙ্গলবারও অন্য দিনের মতো নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফেরেন রজত। রাতে আত্মহত্যা করেন। মৃত্যুর কারণ নিয়ে মৃতের  দাদা জানান, গতকাল লটারির প্রথম পুরস্কার অর্থাৎ ১ কোটি টাকা এক নম্বরের জন্য রজতের হাতছাড়া হয়। মনমরা হয়ে পড়েন রজত। শেষপর্যন্ত নেশাগ্রস্থ অবস্থায় আত্মহত্যার সিদ্ধান্ত। এলাকার বাসিন্দারা জানান, প্রতিদিন লটারির টিকিট কাটা ছিল ওই যুবকের নেশা।

     বেশ কয়েক বছর ধরেই নিয়মিত টিকিট কেটে আসছিলেন রজত। মঙ্গলবার এলাকার একটি দোকান থেকে টিকিট কেটে নম্বর মেলাতে গিয়ে দেখতে পান শুধু মাত্র এক নম্বরের জন্য ১ কোটি টাকা হাতছাড়া হয়েছে। এরপর মানসিক অবসাদে এই কঠিন সিদ্ধান্ত। খবর পেয়ে পৌঁছয় আশিঘর থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হসপিটালে পাঠানো হয়েছে। শুধু কি লটারির টাকা হাত ছাড়া নাকি মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
  • Link to this news (আজকাল)