আজকাল ওয়েবডেস্ক: দুই ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ ঘিরে রণক্ষেত্র ময়নাগুড়ি। পুলিশ ও জনতার খণ্ডযুদ্ধ। চলল লাঠি। ফাটানো হল কাঁদানে গ্যাসের শেল। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ভোটপট্টি এলাকা এই ঘটনায় রীতিমতো উত্তাল হয়ে ওঠে।
জানা গিয়েছে, মঙ্গলবার রাতে টিউশন পড়ে ফিরছিল দুই ছাত্রী। অভিযোগ, পথে তাদের শ্লীলতাহানি করা হয়। বুধবার ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করেন স্থানীয়রা। অবরোধে আটকে যায় স্বাভাবিক জনজীবন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলতে গেলে আক্রান্ত হয় বলে অভিযোগ। ভেঙে দেওয়া হয় তাদের গাড়ি। আসে কুইক অ্যাকশন ফোর্স। ঘটনাস্থলে পাঠানো হয় বিরাট সংখ্যক পুলিশ। কিন্তু এরপরও বাগ মানানো যায়নি অবরোধকারীদের।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ শুরু করে। দূর থেকে পুলিশের উদ্দেশে ঢিল মারা হয় বলে অভিযোগ। জনতাকে ছত্রভঙ্গ করতে ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল। ঘটনার পরেই শুরু হয় রাজনৈতিক বাগযুদ্ধ। বিজেপির পক্ষ থেকে যেমন তৃণমূলের দিকে আঙুল তোলা হয়েছে তেমনি তৃণমূলের তরফেও বিজেপির দিকে আঙুল তোলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারির জন্য পুলিশকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তৃণমূলের ময়নাগুড়ি ব্লকের সভাপতি শিবশঙ্কর দত্ত। উত্তেজনা থাকায় ওই এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ।