• 'মুখোশ খুলে গেল', শাহের আম্বেডকর-মন্তব্যে আক্রমণ মমতার
    আজ তক | ১৮ ডিসেম্বর ২০২৪
  • বিআর আম্বেডকরকে নিয়ে রাজ্যসভায় অমিত শাহের 'ফ্যাশন' মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক। এই বিতর্কে শাহকে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কটাক্ষ,'মুখোশ খুলে গিয়েছে'। মমতা বলেন,'সংবিধানের ৭৫ বার্ষিকী উদযাপন হচ্ছে সংসদে। সেই সময় গণতন্ত্রের মন্দিরে দাঁড়িয়ে বাবাসাহেব আম্বেডকরের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করলেন অমিত শাহ'।   

    এক্স হ্যান্ডেলে মমতা লেখেন,'এটা বিজেপির জাতপাত ও দলিতবিরোধী মানসিকতার প্রতিফলন। ২৪০টি আসন পাওয়ার পর এমন ব্যবহার করা হলে  কল্পনা করুন ওদের ৪০০ আসনের স্বপ্নপূরণ হলে কী হতে পারত। আম্বেডকরের অবদান মুছে দেওয়ার জন্য ওরা নতুন করে ইতিহাস লিখত'।     

    মমতা যোগ করেন,'অমিত শাহের মন্তব্য সেই সব লক্ষ লক্ষ মানুষের অপমান, যাঁরা আম্বেডকরের থেকে অনুপ্রেরণা নেন। কিন্তু একটা দিল যারা ঘৃণা আর ধর্মান্ধতার ছাড়া চলতে পারে না, তাদের কাছ থেকে আর কী প্রত্যাশা করা যেতে পারে?'

    মমতা লেখেন,'ভারতীয় সংবিধানের জনক আম্বেডকর। এই ধরনের মন্তব্য শুধু আম্বেডকর নন, সংবিধানের খসড়া কমিটির সদস্যদের উপরে হামলা। যা জাত, ধর্ম ব্যতিরেকে ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের প্রতীক'।

    শাহের পদত্যাগের দাবি কংগ্রেসের

    এ দিন সকালে সংসদের বাইরে অম্বেডকরের ছবি হাতে বিক্ষোভ দেখান কংগ্রেস সাংসদরা। 'জয় ভীম' স্লোগান দেন তাঁরা। রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের দাবি, সংবিধানের জনক অম্বেডকরের অবমাননা করেছেন শাহ। অবিলম্বে ক্ষমা চাইতে হবে। শাহের পদত্যাগের দাবি করেছেন।

    শাহের বিতর্কিত মন্তব্য

    মঙ্গলবার রাজ্যসভায় সংবিধান সংক্রান্ত বিতর্কে শাহ বলেন,'এখন একটা ফ্যাশন হয়েছে- অম্বেডকর, অম্বেডকর, অম্বেডকর, অম্বেডকর, অম্বেডকর, অম্বেডকর। এত বার যদি ভগবানের নাম নিলে সাত জন্ম স্বর্গবাস হত'। তিনি যোগ করেন,'একশোবার অম্বেডকরের নাম নেওয়া হয়। কিন্তু আমি বলতে চেয়েছি ওঁর প্রতি আপনাদের ভাবনা কী? জওহরলাল নেহরুর সঙ্গে অম্বেডকরের মতপার্থক্য ছিল। সেজন্য নেহরুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন তিনি'।
  • Link to this news (আজ তক)