• ইউরোপে চাকরি পেতে বাংলাদেশিদের ভরসা জাল ভারতীয় পাসপোর্ট! কলকাতাজুড়ে কীভাবে চলত চক্র?
    প্রতিদিন | ১৮ ডিসেম্বর ২০২৪
  • অর্ণব আইচ: ইউরোপে গিয়ে চাকরি পেতে বাংলাদেশিদের ভরসা জাল ভারতীয় পাসপোর্ট! আর মোটা টাকার বিনিময়ে তা বানিয়ে দিত কলকাতার জাল পাসপোর্ট চক্র। তাদের সঙ্গে পুলিশের একাংশেরও যোগ রয়েছে বলে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে।

    অভিযোগ, বাংলাদেশের পাসপোর্ট বা সেখানকার নাগরিক হিসেবে পরিচয় দিলে ইউরোপে চাকরি পাওয়া যায় না। তাই ভারতীয় পাসপোর্টই ভরসা। পুলিশ সূত্রে খবর, শুধু অনুপ্রবেশকারী নয়, ভারতীয় বৈধ পাসপোর্ট পেতে বাংলাদেশের নাগরিকদের একাংশ সমরেশদের এই চক্রের সঙ্গে যোগাযোগ করত। সেই পাসপোর্ট ব?্যবহার করে ইউরোপে যায় বাংলাদেশি নাগরিকরা। তাকে ভিত্তি করেই সেখানে চাকরি জোটায়। কিন্তু পুলিশ বা প্রশাসনের নিচুতলার যোগ ছাড়া এত মসৃণভাবে এতদিন ধরে জাল পাসপোর্ট চক্র চালান কি করে সম্ভব, উঠছে প্রশ্ন।

    তদন্তকারীদের দাবি, পাসপোর্টের জন্য আবেদনকারীদের যথাযথ ভেরিফিকেশন ছাড়াই তথ?্য পোর্টালে আপলোড হয়ে যায়। এর নেপথ্যে রয়েছে জেলার ডিআইবি অফিসের একাংশ। আবার এই চক্রের সঙ্গে পুলিশের নিচুতলার কর্মীদের একাংশের যোগসাজশও পাওয়া যাচ্ছে বলে খবর। তদন্তে উঠে এসেছে, শুধু কলকাতাতেই ৩ হাজারের বেশি পাসপোর্ট তৈরি করেছে সমরেশ ও তার চক্র। তবে শুধু কলকাতার বাইরে অন্যান্য জেলাতেও ছড়িয়ে রয়েছে জাল পাসপোর্ট তৈরি চক্র।

    গোয়েন্দাদের কাছে খবর, উত্তর ২৪ পরগনার পাসপোর্ট সেবাকেন্দ্রের অস্থায়ী কর্মী তারকনাথ সেনের হাত ধরে তৈরি হয়েছে দু’শোরও বেশি জাল পাসপোর্ট। তবে আপাতত ৭৩টি জাল পাসপোর্ট সম্পর্কে তথ‌্য পেয়েছেন গোয়েন্দারা। সূত্রের খবর, চক্রের মূল মাথা সমরেশ বিশ্বাস ও তাঁর ছেলে রিপন বিশ্বাসের সঙ্গে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়ার জাল পাসপোর্ট চক্রের সরাসরি যোগাযোগ ছিল। চক্রের এজেন্ট ও সাব এজেন্টরা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সঙ্গে যোগাযোগ রাখত। 
  • Link to this news (প্রতিদিন)