বাড়ির সামনেই বেল গাছে বাঁধা রয়েছে দোলনা। সেই দোলনাতেই খেলা করছিল দেবজ্যোতি পাল (৮)। আচমকা দোলনার দড়ি গলায় পেঁচিয়ে শ্বাসরুদ্ধ হয়ে অচৈতন্য হয়ে পড়ে সে। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। গত সোমবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার রানাঘাটে। ঘটনায় শোকের ছায়া পরিবারে। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দিয়েছে।
রানাঘাট-২ ব্লকের শ্যামনগর গ্রাম পঞ্চায়েত এলাকার সবুজপল্লির বাসিন্দা বিশ্বজিৎ পাল। একমাত্র সন্তান ও স্ত্রীকে নিয়ে সেখানেই স্থায়ী বাড়ি তাঁর। বাড়ি লাগোয়া একটি মুদিখানার দোকান রয়েছে তাঁর। ঘটনার দিন অর্থাৎ সোমবার দুপুরে বাড়িতেই একটি বেল গাছের সঙ্গে বাঁধা দোলনায় চেপে খেলা করছিল একমাত্র ছেলে দেবজ্যোতি। পরিবারের দাবি, দোলনা চড়ার সময়ে কোনওভাবে দোলনার দড়ি গলায় পেঁচিয়ে যায় তার।
ঘটনাস্থলেই অচৈতন্য হয়ে পড়ে দেবজ্যোতি। বেশ কিছুক্ষণ বাদে অচৈতন্য অবস্থায় তাকে দেখতে পায় পরিবারের লোকজন। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় রানাঘাট মহকুমা হাসপাতালে। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। কর্তব্যরত চিকিৎসক ওই কিশোরকে মৃত বলে ঘোষণা করেন। খবর দেওয়া হয় রানাঘাট থানায়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মঙ্গলবার দেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
ঘটনার পর থেকেই থমথমে গোটা এলাকা। পাড়ার ফুটফুটে ছেলের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া প্রতিবেশীদের মধ্যে। শুধুমাত্র দোলনায় খেলা করতে গিয়ে অঘটন ঘটে যাওয়ায় দেবজ্যোতির্র মৃত্যু মেনে নিতে পারছেন না স্থানীয় লোকজন। দেবজ্যোতির বাবা বলেন, ‘কী ভাবে এমন ঘটনা ঘটে গেল, বুঝতে পারছি না। আমরা এ বার কী নিয়ে বাঁচব?’