• আদিত্যনাথকে খুনের হুমকি দিয়ে মালদহ থেকে যুবক গ্রেফতার, ধৃতের কাছে মিলল ছুরি ও পিস্তল
    আনন্দবাজার | ১৮ ডিসেম্বর ২০২৪
  • উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খুনের হুমকি দিয়ে পুলিশের হাতে পাকড়াও হলেন এ রাজ্যের মালদহ জেলার এক বাসিন্দা। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ধৃতের কাছ থেকে অস্ত্র-সহ ‘আপত্তিকর’ কিছু জিনিস পাওয়া গিয়েছে বলে জানিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ।

    জানা যাচ্ছে, মিনিটখানেক দৈর্ঘ্যের একটি ভিডিয়ো বানিয়ে সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন মালদহের যুবক। ভিডিয়োটি প্রচুর নেটাগরিক দেখেছেন। শেয়ারও হয়েছে। পুলিশের দাবি, ওই ভিডিয়োয় অভিযুক্ত যে কথাবার্তা বলেছেন তা আপত্তিকর। এতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। সমাজে হিংসা ছড়াতে পারে। তা ছাড়া একজন মুখ্যমন্ত্রীকে খুন করে দেওয়ার হুমকিও গুরুতর বিষয়। জানা যাচ্ছে, আতাউলের বিরুদ্ধে নয়ডা সেক্টর ৩৯ থানায় একটি এফআইআর দায়ের হয়েছে।

  • Link to this news (আনন্দবাজার)