• গায়ে লেখা ‘পাকিস্তান’! সেনাবাহিনীর মর্টার শেল পাওয়া গেল কোচবিহারে, তদন্তে বিএসএফ
    আনন্দবাজার | ১৮ ডিসেম্বর ২০২৪
  • নির্মাণের কাজ চলছিল। মাটি খুঁড়ছিলেন শ্রমিকেরা। আচমকাই এক শ্রমিকের কোদাল আটকে গেল লোহার মতো কিছু একটা জিনিসে। কী সেটা প্রথমে বুঝতেই পারেননি তিনি। পরে বুঝতে পেরে ‘বোম, বোম...’ বলে চিৎকার করে ওঠেন। তাঁর চিৎকারে ছুটে আসেন অন্য শ্রমিকেরাও। এসে দেখেন, মাটির নীচ থেকে উঁকি দিচ্ছে একটি বোমা! তবে সেটা সাধারণ কোনও বোমা নয়। সেনাবাহিনীর মর্টার শেল! তার গায়ে লেখা ‘পাকিস্তান’।

    বুধবার কোচবিহার দিনহাটার চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের ঝিকড়ি এলাকায় বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দারাই প্রথমে ওই বোমাটি দেখতে পান। সাধারণ বোমা নয়, তা বুঝতে পেরেই গ্রামবাসীরা বিষয়টা বিএসএফ-কে জানান। খবর পেয়ে বিএসএফ জওয়ানেরা ঘটনাস্থলে পৌঁছন। আসেন তাদের বম্ব স্কোয়াডের সদস্যেরাও। তাঁরা এসে বোমাটি নিষ্ক্রিয় করেন।

    কোচবিহারের সীমান্ত এলাকায় মর্টার শেল পাওয়ার ঘটনা নতুন নয়। তবে শেলের গায়ে ‘পাকিস্তান’ লেখা নিয়েই রহস্য দানা বেঁধেছে। কোথা থেকে সেটি এল তা এখনও স্পষ্ট নয়। তবে অনেকের মতে, মুক্তিযুদ্ধের সময় ভারত-বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় অনেক মর্টার শেল ব্যবহার করেছিল সেনাবাহিনী। পাকিস্তানের সেনাবাহিনীর হাতেও এ ধরনের অনেক শেল ছিল। তেমনই কোনও একটা শেল এত দিন মাটির তলায় রয়ে গিয়েছিল।

    এ প্রসঙ্গে দিনহাটার এসডিপিও ধীমান মিত্র জানান, নির্মাণের কাজ চলার সময় মাটির তলা থেকে এই মর্টার শেলটি উদ্ধার হয়। পরে খবর দেওয়া হয় বিএসএফকে। তারা এসেই বোমাটি নিষ্ক্রিয় করে।

  • Link to this news (আনন্দবাজার)