• স্বাস্থ্য, পর্যটন-সহ একাধিক দপ্তরে সচিব স্তরে রদবদল, বছরের শেষে বড় পদক্ষেপ নবান্নের
    এই সময় | ১৯ ডিসেম্বর ২০২৪
  • হাতে গোনা ১৩ দিন বাকি। নতুন বছর শুরুর আগেই প্রশাসনিক স্তরে বড় রদবদল করল নবান্ন। স্বাস্থ্য, পর্যটন, পরিবেশ-সহ একাধিক দপ্তরে সচিব স্তরে রদবদল করা হয়েছে।

    কৃষি দপ্তরের যুগ্মসচিব ছিলেন বিবেক কুমার। তাঁকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের যুগ্মসচিব পদে পাঠানো হয়েছে। পরিবেশ দপ্তরের প্রধান সচিব পদে ছিলেন রাজেশ কুমার। তাঁকে কারেকশনাল অ্যাডমিনিস্ট্রেশন দপ্তরের প্রধান সচিব পদে পাঠানো হয়েছে। কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার বিভাগের সচিব এবং পলিউশন কন্ট্রোল বোর্ডের সদস্য সচিব পদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। 

    অন্যদিকে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ছিলেন ইয়েলচুরি রত্নাকর রাও। তাঁকে পাঠানো হয়েছে অচিরাচরিত ও পুনর্নবীকরণযোগ্য শক্তি দপ্তরের সচিব পদে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের বিশেষসচিব পদে ছিলেন অভিষেক কুমার তিওয়ারি। তাঁকে পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর পদে পাঠানো হয়েছে। পর্যটন উন্নয়ন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর পদে ছিলেন শশাঙ্ক শেঠি। তাঁকে হিডকোর ম্যানেজিং ডিরেক্টর পদে পাঠানো হয়েছে। 

    উল্লেখ্য, গত নভেম্বর মাসেও রাজ্য প্রশাসনে কয়েকটি দপ্তরে প্রধান সচিব-সহ বিভিন্ন স্তরে আইএএস আধিকারিক পর্যায়ে রদবদল করা হয়। দমকল দপ্তর, কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সচিব পদে রদবদল করা হয়েছিল। পাশাপাশি, বিশেষসচিব, যুগ্মসচিব, বিশেষ কমিশনার, ডিরেক্টর, অতিরিক্ত জেলাশাসক প্রভৃতি পর্যায়েও কয়েকজন আইএএস অফিসারের রদবদল করেছিল নবান্ন।

  • Link to this news (এই সময়)