• এক নম্বরের জন্য লটারির মোটা টাকা হাতছাড়া, ভাগ্যের পরিহাসে আত্মঘাতী যুবক!
    এই সময় | ১৯ ডিসেম্বর ২০২৪
  • ‘এক নম্বরের জন্য পেলাম না’–বারবার আউড়ে যাচ্ছিলেন এক কথা। লটারি কেটেও একটি নম্বরের জন্য হাতছাড়া হয়েছে ৯০ হাজার টাকা পুরস্কার মূল্য। অবসাদে চলে গিয়েছিলেন শিলিগুড়ির যুবক রজত পোদ্দার (২৬)। বুধবার সকালে ঘর থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। এক নম্বরের জন্য লটারি না জেতার কারণেই যুবক অবসাদে আত্মঘাতী বলে দাবি পরিবারবের লোকজনের। ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

    শিলিগুড়ি পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ডের শান্তিনগর বউবাজার এলাকার বাসিন্দা রজত পোদ্দার। রজত কয়েকদিন ধরে নেশাগ্রস্ত হয়ে পড়েছিলেন বলে দাবি পরিবারের। মঙ্গলবার স্থানীয় একটি দোকান থেকে লটারির টিকিট কেটেছিলেন। লটারির ফল বের হওয়ার পর দেখা যায় একটি নম্বরের জন্য রজত ৯০ হাজারের টাকা পুরস্কার মূল্য পায়নি। বাড়ি ফিরে বারবার এই আফসোস করে গিয়েছে পরিবারের লোকজনের কাছে।

    মৃতের দাদা বাবাই পোদ্দার বলেন, ‘ওর সঙ্গে লটারির টিকিট ছিল। বারবার বলছিল এক নম্বরের জন্য ৯০ হাজার টাকা মিস হয়েছে। আমি এবং মা মিলে অনেক বোঝানোর চেষ্টা করি। রাত তিনটে পর্যন্ত জেগেছিল। সকালে আটটা বেজে গেলেও দরজা না খোলায় খোঁজ করতে গিয়ে দেখি এই অবস্থা। কী থেকে যে কী হয়ে গেল!’

    অভাবের সংসারে রজতের দাদাই একমাত্র উপার্জনকারী। মা এবং দাদার সঙ্গে মামার বাড়িতে থাকতেন রজত। মাঝেমধ্যে ছোটখাটো কিছু কাজ করতেন। পরিবারের দাবি, সম্প্রতি নেশাগ্রস্ত হয়ে পড়েছিলেন তিনি। মঙ্গলবার রাতে লটারি না জেতার পরেই মানসিক অবসাদ শুরু হয়। বাড়িতে এসে সবটা জানানোর পরে নিজেকে ঘর বন্দি করে নেন তিনি।

  • Link to this news (এই সময়)