দার্জিলিংয়ে শুরু মেলো টি ফেস্ট, যোগ দিচ্ছে সুইডিশ রক ব্যান্ড...
আজকাল | ১৯ ডিসেম্বর ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: শুরু হল দার্জিলিং মেলো টি ফেস্ট। শৈল শহর দার্জিলিংয়ে বুধবার থেকে শুরু হয়েছে এই উৎসব। দার্জিলিং পুলিশ এবং গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন-এর পরিচালনায় দার্জিলিংয়ের সঙ্গীত, সংস্কৃতি ও পর্যটনকে তুলে ধরা হবে এই উৎসবে। বুধবার ১৮ ডিসেম্বর থেকে শুরু হয়ে এই উৎসব চলবে আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত। গত বছরই শুরু হয়েছিল এই উৎসব। মেলায় দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী বস্ত্র পরিধান করে একটি ফ্যাশন শো-তে অংশগ্রহণ করবেন দার্জিলিংবাসী।
মেলায় অন্যতম আকর্ষণ হিসেবে বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর দার্জিলিং চৌরাস্তায় আয়োজন করা হয়েছে 'ইউরোপ' ব্যান্ডের কনসার্ট। এবারই প্রথম একটি সুইডিশ রক ব্যান্ড যোগ দেবে এই অনুষ্ঠানে। থাকছে ওয়েস্টার্ন, নেপালি ও সোলো মিউজিক প্রতিযোগিতা। সূচনা হবে 'মন্ত্রা' নামে দার্জিলিংয়ের একটি বিখ্যাত ব্যান্ড-এর অনুষ্ঠানের মাধ্যমে। এই উৎসবে অংশ নেবে মহিলাদের একটি ব্যান্ড। জানা গিয়েছে, উৎসব উপলক্ষে থাকবে ১৬টি স্টল। যেখানে দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী খাদ্য, শিল্প, বস্ত্র এবং নানারকম হাতের কাজ প্রদর্শিত হবে। হবে আদিবাসী সম্প্রদায়ের সঙ্গীত ও নৃত্য পরিবেশন। সেইসঙ্গে এই উৎসবের অঙ্গ হিসেবে আগামী ২৩ ডিসেম্বর হবে দার্জিলিং হিল ম্যারাথন। যেখানে পুরষ্কার হিসেবে থাকছে নগদ ৯.৮ লক্ষ টাকা।
গতবছর চালু হওয়ার পর থেকেই এই উৎসব জনপ্রিয় হয়ে উঠেছে। শীতকালে দার্জিলিংয়ে বেড়াতে আসেন বহু বিদেশি পর্যটক। তাঁদের সামনে এই উৎসব যেন গোটা বিশ্বের কাছে পাহাড়ের জনজাতি, সংস্কৃতি, পোশাক, হস্তশিল্প ও খাদ্য সম্পর্কে একটা ধারণা তুলে ধরা।