• বিশেষ চাহিদাসম্পন্নদের শংসাপত্র নিয়ে রমরমিয়ে চলছে দালাল চক্র, হাতেনাতে আটক এক...
    আজকাল | ১৯ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বিশেষ চাহিদাসম্পন্নদের শংসাপত্র দেওয়ার নাম করে হাসপাতালে রমরমিয়ে চলছে দালাল চক্র। সেই অভিযোগে হাসপাতাল সুপারের কাছে ডেপুটেশন দিতে এসে হাতেনাতে এক দালালকে ধরল বিশেষ চাহিদাসম্পন্নদের রাজ্য সংগঠন। ঘটনাটি ঘটেছে দিনহাটা মহকুমা হাসপাতালে। ওই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা হাসপাতাল চত্বরে। 

    অভিযোগ, দিনহাটা খোচাবাড়ি এলাকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি আতোয়ার হোসেন দিনহাটা মহকুমা হাসপাতালে সার্টিফিকেট বানাতে এলে সনু ঘোষ নামের এক দালাল তাঁকে জানান ৭০০ টাকার বিনিময়ে সে সব কাজ করে দেবে। পরবর্তীতে আতোয়ার কাছ থেকে সনু ৭০০ টাকা নিয়ে তাঁর যাবতীয় কাগজপত্র জমা নেযন। কিন্তু সনু জানতেন না হাসপাতালে আগে থেকেই ওঁত পেতে বসে আছেন সংগঠনের নেতৃত্বরা। সেখানেই সেই দালালকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেন তাঁরা। 

    এবিষয়ে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সংগঠনের সদস্য জীবন কৃষ্ণ দেবনাথ বলেন, ''দালাল চক্রের অভিযোগ পেয়ে আমার আগে থেকেই এসে উপস্থিত হয়েছিলাম, আর আজ হাতেনাতে একজনকে ধরা হল।''

    অপরদিকে গোটা ঘটনায় দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার রঞ্জিত মন্ডল বলেন, ''অভিযোগের ভিত্তিতে একজনকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এ ব্যাপারে আরও সতর্ক এবং শক্ত অবস্থান নেওয়া হবে।''
  • Link to this news (আজকাল)