• হয় ব্যবস্থা নিন নয়তো ঘেরাও করব, জেলার নার্সিংহোম প্রসঙ্গে সিএমওএইচ-কে হুঁশিয়ারি বিধায়কের ...
    আজকাল | ১৯ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ব্যাঙের ছাতার মতো বেড়ে চলেছে নার্সিংহোম। অথচ সঠিক পরিষেবা নেই। উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করলে ঘেরাও হবেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বা সিএমওএইচ। বুধবার পূর্ব বর্ধমানের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে জেলার সিএমওএইচ-এর সামনেই একথা বলেন বর্ধমান দক্ষিণ কেন্দ্রের তৃণমূল কংগ্রেস বিধায়ক খোকন দাশ। অনুষ্ঠানে সিএমওএইচ ডাঃ জয়রাম হেমব্রম ও বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশ দাশ ছাড়াও ছিলেন বিভিন্ন নার্সিংহোমের সঙ্গে যুক্ত চিকিৎসক ও অন্যরা। 

    এদিন বর্ধমানের গোদায় প্রোগ্রেসিভ নার্সিংহোম অ্যান্ড হসপিটালস অ্যাসোসিয়েশন-এর বার্ষিক সভা ছিল। যেখানে আমন্ত্রিত ছিলেন বিধায়ক, পুর চেয়ারম্যান, সিএমওএইচ ও অন্যরা। বক্তব্য রাখতে গিয়ে বেশ কয়েকটি নার্সিংহোমের পরিষেবা নিয়ে প্রথমে চেয়ারম্যান ও পরে বিধায়ক সরব হন। খোকন বলেন, কেন জনসাধারণ বাইরে চিকিৎসা করাতে যাচ্ছে সেটা ভাবতে হবে। পরিষেবার নাম করে মানুষকে ঠকানো যাবে না।‌ 

    বিধায়কের অভিযোগ, স্বাস্থ্য নিয়ে আমাদের মুখ্যমন্ত্রীর যথেষ্ট সদিচ্ছা আছে। কিন্তু জেলার কয়েকটি নার্সিংহোম স্বাস্থ্যসাথীকে ব্যবসায় পরিণত করে ফেলেছে। এটা হতে দেব না। এরপরেই বিধায়ক সিএমওএইচের উদ্দেশে বলেন, ঠিকভাবে লাইসেন্স দিন। প্রয়োজনে ব্যবস্থা নিন। নয়তো আপনাকেই ঘেরাও করব। 

    যদিও বিধায়কের এই মন্তব্য নিয়ে আয়োজক সংগঠনের চেয়ারম্যান শেখ আলহাজউদ্দিন বলেন, বিধায়ক একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। এগুলো বলতে হয়। পাশাপাশি জেলার একটি নার্সিংহোম নিয়ে চেয়ারম্যান নিজেই জানান, ওই নার্সিংহোম নিয়ে তাঁদেরও ক্ষোভ আছে। তাঁর দাবি, সব পেশায় ভালো ও মন্দ আছে। 

    অন্যদিকে বিধায়কের এই ঘেরাও করার প্রসঙ্গে সিএমওএইচ মৃদু হেসে তাঁকে বলেন, ঘেরাও করুন। আলোচনা হবে। 
  • Link to this news (আজকাল)